নয়াদিল্লি: আইপিএল (IPL 2024) নিলাম রাতারাতি তাঁর ভাগ্য বদলে দিয়েছিল। এবারের নিলামে ২০ লক্ষ টাকার বেস প্রাইস থেকে শুরু করে কড়া দর হাঁকাহাঁকির পর তিন কোটি ৬০ লক্ষ টাকার বিরাট মূল্যে রবিন মিঞ্জকে (Robin Minz) দলে নিয়েছে গুজরাত টাইটান্স (Gujarat Titans)। রাঁচির মারকাটারি কিপার-ব্যাটারকে এ মরশুমে খেলতে দেখতে অনেকেই আগ্রহী। তবে টুর্নামেন্ট শুরুর দিনকয়েক আগেই দুর্ঘটনার শিকার তরুণ ক্রিকেটার।


গত শনিবার রবিন বাইক দুর্ঘটনার কবলে পড়েন। রিপোর্ট অনুযায়ী তাঁর সুপারবাইক রাস্তায় আরেক বাইককে ধাক্কা মারায় তিনি নিয়ন্ত্রণ হারান। মিঞ্জ এর জেরে আহত হন। তাঁর গাড়ির সামনের দিকে একেবারে তুবড়ে গিয়েছে বলে খবর। রবিন মিঞ্জকেও তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তিনি আপাতত স্থিতিশীল এবং তাঁর বড় কোনওরকম চোট লাগেনি বলেই তাঁর বাবা ফ্রান্সিস মিঞ্জ জানান। তাঁর বাবা বলেন, 'আরেকটি বাইরে সঙ্গে সংঘর্ষের পর ওর বাইক নিয়ন্ত্রণ হারায়। বর্তমানে তো চিন্তার তেমন কিছু নেই। আপাতত পর্যবেক্ষণে রয়েছে ও।'


খবর অনুযায়ী ২১ বছর বয়সি রবিনের এই দুর্ঘটনার জেরে ডান হাঁটুতে অল্পস্বল্প ক্ষতের সৃষ্টি হয়েছে। ফলে ২২ মার্চ থেকে শুরু হতে চলা আইপিএলে তাঁর অংশগ্রহণ করার বিষয়ে খুব একটা চিন্তার কিছু নেই। ঝাড়খণ্ডের হয়ে এখনও পর্যন্ত একটিও প্রথম শ্রেণির ম্যাচ না খেললেও, রবিন প্রথম আদিবাসী ক্রিকেটার হিসাবে আইপিএলের চুক্তিপত্র পান। তাঁর প্রতিভায় মুগ্ধ হয়েছেন স্বয়ং তাঁর আইডল এবং একই শহর থেকে উঠে এসে বিশ্বজয় করা মহেন্দ্র সিংহ ধোনি।


প্রাক্তন ভারতীয় অধিনায়ক ধোনি রবিনের প্রতিভায় এতটাই মুগ্ধ যে তিনি তাঁর বাবাকে আশ্বাসও দিয়ে দিয়েছিলেন যে কোনও ফ্র্যাঞ্চাইজি রবিনকে না নিলে সিএসকে তাঁকে দলে নেবে। এক সাক্ষাৎকারে রবিনের বাবা ফ্রান্সিস মিঞ্জ বলেন, 'কিছুদিন আগে বিমানবন্দরের ধোনির সঙ্গে আমার দেখা হয়েছিল।  সেখানে তিনি বলেছিলেন যদি নিলামে কোনও দল রবিনকে না নেয়, তবে সিএসকে নিয়ে নেবে।'


রবিন কিন্তু আরেক আইপিএল জায়ান্ট মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গেও যুক্ত ছিলেন। পল্টনদের হয়ে ইংল্যান্ডে একটি আইপিএলের প্রস্তুতি শিবির বসিয়েছিল। সেই শিবিরে রবীনকেও বিলেতে পাঠানো হয়। তাঁকে মুম্বই শিবির নাম দিয়েছে ইন্ডিয়ান পোলার্ড। এবার তাঁকে গুজরাত জার্সিতে তাই আইপিএলের মঞ্চে খেলতে দেখতে অনেকেই মুখিয়ে রয়েছেন।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে


আরও পড়ুন: 'ও দারুণ ফিট', ধোনির আইপিএল ভবিষ্যৎ নিয়ে বড় আপডেট দিলেন মাহির ছোটবেলার বন্ধু