নয়াদিল্লি: আর মাত্র দিনকয়েকের অপেক্ষা। এই মাসে শুরু হতে চলেছে আইপিএল (IPL 2024)। ২২ মার্চ টুর্নামেন্টের প্রথম ম্যাচেই গত বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস (Mahendra Singh Dhoni) মাঠে নামতে চলেছে, প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এ মরশুমেও ফের একবার মহেন্দ্র সিংহ ধোনিকে সিএসকের হলুদ বিগ্রেডকে নেতৃত্ব দিতে দেখা যাবে। অনেকেই মনে করছেন এটাই মাহির শেষ আইপিএল মরশুম হতে চলেছে। কিন্তু তাঁর ছোটবেলার বন্ধু কিন্তু ভিন্ন কথা বলছেন।
পরমজিৎ সিংহ হলেন ধোনির ছোটবেলার বন্ধু। যে যাই বলুন না কেন, পরমজিৎ কিন্তু মনে করছেন ধোনির যা ফিটনেস, তাতে তিনি আরামসে আরও একাধিক আইপিএল মরশুম খেলতে পারেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে পরমজিৎ বলেন, 'এটা ওর শেষ মরশুম বলে আমার মনে হয় না। ও তো এখনও দারুণ ফিট। আমার মনে হয় ও আরও এক দুই মরশুম খেলবে। আরও এক মরশুম তো অন্তত খেলবেই। কারণ এখনও ওর ফিটনেস দারুণ।'
৪২ বছর বয়সি ধোনি এবারের আইপিএলের জন্য জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছেন। তাঁরা না না অনুশীলন ভিডিও ভাইরাল হয়েছে। ধোনির ভাইরাল হওয়া সেই ভিডিওগুলির মধ্যে একটিতে তাঁকে 'প্রাইম স্পোর্টস'-র স্টিকার ব্যাটে লাগিয়ে অনুশীলন করতে দেখা গিয়েছিল। সেই দোকানটি এই পরমজিৎ সিংহেরই। মাহির উত্থানে পরমজিতের ভূমিকা অপরিশীম। কেরিয়ারের শেষলগ্নে বন্ধুকে তাঁর প্রতিদান দিতেই সম্ভবত ধোনি প্রাইম স্পোর্টসের স্টিকার লাগিয়ে ব্যাটিং করেছেন বলে অনেকে মনে করছেন।
এই ধোনিকেই কিন্তু আবার টুর্নামেন্টের সেরা একাদশের অধিনায়কও নির্বাচিত করা হয়েছে। ইতিহাসের সফলতম অধিনায়ক (যুগ্মভাবে) তিনি।
ওয়াসিম আক্রম, ম্যাথু হেডেন, টম মুডি, ডেল স্টেইন এবং ৭০ জন সাংবাদিক মিলে আইপিএলের সর্বকালের সেরা দল বাছাই করতে বসেছিলেন। সেই প্যানেলই ২০০৮ সাল থেকে শুরু হওয়া বিশ্বের জনপ্রিয়তম ক্রিকেট লিগের সর্বকালীন সেরা একাদশ বাছতে গিয়ে ধোনিকে সেই দলের নেতৃত্বের দায়িত্ব দেন। ২০ ফেব্রুয়ারি আইপিএলের প্রথম নিলামের ১৬ বছর পূর্তি হয়েছে। সেই উপলক্ষ্যেই সেরা আইপিএল একাদশ বাছার চেষ্টা করা হয়েছিল।
ধোনিকে সেরা একাদশের অধিনায়ক বাছাই করা প্রসঙ্গে স্টেইন বলেন, 'অধিনায়ক তো ধোনিরই হওয়ার কথা। বিশ্বকাপ, আইপিএল, চ্যাম্পিয়ন্স ট্রফি, ও সবকিছু জিতেছে। ও নেতা। এখানে যারা রয়েছেন সকলেই শীর্ষ স্তরের পারফর্মার এবং ওদের মাঠ ও মাঠের বাইরে ম্যানেজ করার জন্য এমন একজনের দরকার যে সবকিছু জিতেছে। তাই আমায় অধিনায়ক হিসাবে ধোনিকে বাছতেই হত।' ম্যাথু হেডেন তো শেন ওয়ার্নের উদাহরণ দিয়ে দাবি করেন যে ধোনি ক্রিকেটার-কোচ হিসাবেও দলে থাকতে পারে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: আইপিএল শুরুর আগেই চাকরি গেল ডেল স্টেনের, কে হলেন হায়দরাবাদের বোলিং কোচ?