মুম্বই: তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) গুডবুকে নেই। ভারত বনাম ইংল্যান্ড (India vs England) টেস্ট সিরিজের মাঝপথে বাদ পড়েছিলেন। তারপর থেকে ঘরোয়া ক্রিকেট এড়িয়ে যাচ্ছিলেন। বোর্ড থেকে তাঁকে ঘরোয়া ক্রিকেট খেলার কথা বলা হলেও, রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) মুম্বই দলে দেখা যায়নি। যার ফল হিসাবে ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক চুক্তির তালিকা থেকে ছেঁটে ফেলা হয়েছিল তাঁর নাম।


অবশেষে মাঠে ফিরলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফির সেমিফাইনালে মাঠে নামলেন তিনি। তামিলনাড়ুর বিরুদ্ধে ম্যাচের প্রথম দিন চালকের আসনে মুম্বই। তবে প্রথম দিন ব্যাটিং করার সুযোগ হয়নি শ্রেয়সের। তামিলনাড়ু ১৪৬ রানে অল আউট হয়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে প্রথম দিনের শেষে মুম্বইয়ের রান ৪৫/২। পৃথ্বী শ ও ভূপেন লালওয়ানি - মুম্বইয়ের দুই ওপেনারই ফিরে গিয়েছেন। দিনের শেষে ক্রিজে রয়েছেন মুশীর খান (২৪ ব্যাটিং) ও মোহিত অবস্থি (১ ব্যাটিং)। 


 






তবে মুম্বইয়ের বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে ম্যাচে সকলের নজর ছিল শ্রেয়স আইয়ারের দিকে। অজিঙ্ক রাহানে এই ম্যাচে মুম্বইকে নেতৃত্ব দিচ্ছেন। তিনি ম্যাচের আগেই জানিয়েছিলেন যে, শ্রেয়স খেলায় সেমিফাইনালে মুম্বই অনেক শক্তিশালী হবে। শ্রেয়স যে তাঁদের দলের অন্যতম বড় সম্পদ বুঝিয়ে দিয়েছিলেন রাহানে। ব্যাট হাতে শ্রেয়স কেমন করেন, দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।


শ্রেয়সের পাশাপাশি বোর্ডের বার্ষিক কেন্দ্রীয় চুক্তির তালিকা থেকে বাদ পড়েছেন ঈশান কিষাণও। দক্ষিণ আফ্রিকা সফরের মাঝপথে যিনি মানসিক স্বাস্থ্যের কথা বলে ছুটি নিয়ে দেশে ফিরেছিলেন। কিন্তু তারপর থেকে কখনও দুবাইয়ে পার্টি করতে দেখা গিয়েছে তাঁকে, কখনও কৌন বনেগা ক্রোড়পতির সেটে। ডি ওয়াই পাটিল ক্রিকেট টুর্নামেন্টে সম্প্রতি খেলেছেন ঈশান। আপাতত অনন্ত অম্বানির বিয়ে উপলক্ষ্যে জামনগরে রয়েছেন ঝাড়খণ্ডের তরুণ।


আরও পড়ুন: ৪৮ বছর বয়সে তৃতীয় সন্তানের বাবা হলেন শোয়েব আখতার, ঘর আলো করে এল কন্যা


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে