সেঞ্চুরিয়ান: রাত পোহালেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ (IND vs SA 1st Test) খেলতে নেমে পড়বে ভারতীয় দল। বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরাজয়ের পর এই প্রথম ভারতীয় দলের জার্সি গায়ে আবার রোহিত শর্মা, বিরাট কোহলি, যশপ্রীত বুমরাদের খেলতে দেখা যাবে। তাই স্বাভাবিকভাবেই এই ম্যাচ নিয়ে ভারতীয় সমর্থকরা উচ্ছ্বসিত। তবে তাঁদের উচ্ছ্বাস মাটি করতে দিতে পারে বৃষ্টি।


সেঞ্চুরিয়ানে প্রথম টেস্টের পাঁচদিনই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ম্যাচের প্রথম দিন নাগাড়ে বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে। তাপমাত্রা ২৩ থেকে ২৭ ডিগ্রির মধ্যে থাকার কথা। দ্বিতীয় দিনে আকাশ মেঘলা থাকলেও, বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম, মাত্র ২৫ শতাংশ। ম্যাচের তৃতীয় দিনও বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার সম্ভাবনা কম। তৃতীয় দিন প্রথম সেশনে কয়েক পশলা বৃষ্টি হলেও, পরের দিকে বৃষ্টির পূর্বাভাস নেই। তবে আনন্দিত হওয়ার খুব বেশি কারণ নেই। ম্য়াচের চতুর্থ ও পঞ্চম দিনে মুষলধারে বৃষ্টির জেরে খেলা হওয়ার সম্ভাবনা ক্ষীণ। এই বৃষ্টির পূর্বাভাসই সমর্থকদের মনে উদ্বেগ সৃষ্টি করছে। 


এই ম্যাচে ভারতীয় দলের হয়ে কে কিপিং করবেন, সেই নিয়েও জল্পনা ছিল। তবে ম্যাচের আগে ছবিটা কার্যত সাফ করে দেন ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়। কেএল রাহুল (KL Rahul) সীমিত ওভারের ক্রিকেটে কিপিং করলেও, টেস্টে তাঁকে কিপিং করতে দেখা যায় না। কিষাণও নেই। কেএস ভরতের আবার ব্যাটিং নিয়ে রয়েছে প্রশ্নচিহ্ন। সেই কারণেই এই নিয়ে জল্পনা তৈরি হয়। তবে প্রথম টেস্টে আগে ভারতীয় কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) প্রায় নিশ্চিত করে দিলেন যে কেএল রাহুলই টেস্টে কিপিং করবেন।


দ্রাবিড় বলেন, 'এটা বেশ রোমাঞ্চকর একটা চ্যালেঞ্জ হতে চলেছে। একটা নতুন কিছু করার সুযোগ রয়েছে ওর কাছে। ঈশান না থাকায় আমাদের কাছে দুইজনের বিকল্পের মধ্যে থেকে বেছে নেওয়ার সুযোগ ছিল। রাহুল এই নতুন চ্যালেঞ্জটা নেওয়ার জন্য বেশ আত্মবিশ্বাসী। জানি লাল বলের ক্রিকেটে ও এই বিষয়টার সঙ্গে খুব একটা পরিচিত নয়। তবে ৫০ ওভারের ফর্ম্যাটে তো এর আগে কিপিং করেছে। সেই অভিজ্ঞতাটাই যথেষ্ট।'


দ্রাবিড় আরও যোগ করেন, 'বিগত পাঁচ-ছয় মাসে ও প্রচুর কিপিং করেছে। এখানে একটা সুবিধা যে স্পিনের থেকে ফাস্ট বোলাররা অনেক বেশি বল করবে, যা ওর কাজটাকে খানিক হলেও সহজ করে দেবে। দেখা যাক কেমন কী হয়। যে ব্যাটিং করার পাশাপাশি কিপিংও করতে পারে, এমন একজন দলে থাকলেও তো বেশ ভালই হয়।'


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে


আরও পড়ুন: সিংহের সঙ্গে সেলফি শুভমনের, গুজরাত টাইটান্স লিখল 'শের গিল'