মুম্বই: আচমকাই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা। ইংল্যান্ড সিরিজের আগেই হিটম্যানের অবসর অবাক করে দিয়েছে ক্রিকেট সমর্থকদেরও। লাল বলের ফর্ম্যাটে দীর্ঘদিন ধরেই অফফর্মে ছিলেন। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রান পাননি। অস্ট্রেলিয়ায় এক টেস্টে তো তাঁকে বাদও দেওয়া হয়েছিল। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে রোহিতকেই অধিনায়ক হিসেবে ভাবা হচ্ছিল। তার আগেই অবসর নিয়ে নিয়েছিলেন। 

রোহিতের সঙ্গে টেস্ট ওপেনিং স্লটে গত কয়েক বছরে দেখা গিয়েছে ২ তরুণকে। একজন শুভমন গিল ও দ্বিতীয় জন যশস্বী জয়সওয়াল। এই দুজনের মধ্যে সাদা পোশাকে বেশি ম্যাচ একসঙ্গে খেলেছেন গিলের সঙ্গে। আইপিএলে গুজরাত টাইটান্সের অধিনায়কের মুখে শোনা গেল রোহিত স্তুতি। নিজের সোশ্যাল মিডিয়ায় গিল লিখেছেন, "তোমার মত অধিনায়ক ও প্লেয়ার দেশের গর্ব। তোমার অবদান কোনওদিনও কেউ ভুলতে পারবে না টেস্ট ক্রিকেটে। তুমি আমার ও আমার মত অনেকের অনুপ্রেরণা। তোমার থেকে শেখা বিষয়গুলো সারাজীবন মনে রাখব। ধন্যবাদ ক্যাপ্টেন। আমার দেখা অন্যতম সেরা অধিনায়ক।"

বুধবার রাত সাড়ে সাতটা নাগাদ রোহিত নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, 'সকলকে জানাচ্ছি, আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলাম। সাদা পোশাকে দেশের প্রতিনিধিত্ব করতে পারা আমার কাছে গর্বের মুহূর্ত। বছরের পর বছর ধরে যে ভালবাসা ও সমর্থন দিয়ে গিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ।' পাশাপাশি রোহিত লিখেছেন, 'আমি ওয়ান ডে ফর্ম্যাটে ভারতের হয়ে খেলা চালিয়ে যাব।'

গত বছর অধিনায়ক হিসাবে টি-২০ বিশ্বকাপ জেতার পরই আন্তর্জাতিক ক্রিকেটে টি-২০ ফর্ম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন রোহিত। তাঁর সঙ্গেই আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে বিদায় ঘোষণা করেছিলেন বিরাট কোহলি ও রবীন্দ্র জাডেজাও। তবে রোহিত জানিয়েছিলেন, বাকি দুই ফর্ম্যাটে খেলা চালিয়ে যাবেন তিনি।

আইপিএলের পরই ইংল্যান্ড সফরে যাচ্ছে ভারতীয় দল। সেখানে পাঁচ টেস্ট ম্যাচের সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। বুধবার দুপুরের দিক থেকেই বোর্ডের বিভিন্ন মহল থেকে খবর আসছিল যে, রোহিতকে সেই সিরিজে অধিনায়ক নাও রাখা হতে পারে। পরিবর্তে অধিনায়ক করা হতে পারে অন্য কাউকে। শোনা যাচ্ছিল, দৌড়ে এগিয়ে রয়েছেন যশপ্রীত বুমরা। ভারতের তো বটেই, বিশ্বের সেরা ফাস্টবোলার বুমরা। অস্ট্রেলিয়ার মাটিতেও প্রথম টেস্টে বুমরার নেতৃত্বে দুরন্ত ক্রিকেট খেলেছিল ভারত। যদিও চোটের জন্য দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন বুমরা। আইপিএলের শুরুর দিকেও খেলতে পারেননি। পরে তিনি ফিট হয়ে ফিরেছেন। ফিরেই দুরন্ত ছন্দে।