বেঙ্গালুরু: আঠারোবারের প্রচেষ্টায় শেষ পর্যন্ত আইপিএল খেতাব ঘরে তুলেছে আরসিবি। আইপিএলের গত মরশুমে রজত পাতিদারের নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছে আরসিবি। নেতৃত্বে পাতিদার থাকলেও নিঃসন্দেহে এই জয়ে সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন বিরাট কোহলি। কারণ অবশ্য়ই তাঁর জনপ্রিয়তা। টুর্নামেন্টের শুরু থেকেই এই ফ্র্যাঞ্চাইজির জার্সিতেই খেলে এসেছেন কোহলি। অধিনায়কও ছিলেন দীর্ঘ সময়ে। কিন্তু বহুবার একেবারে চেষ্টা করেও শেষ পর্যন্ত ট্রফি জেতাতে পারেননি দলকে। কিন্তু আইপিএলের নতুন মরশুমের আগে বিরাট প্রেমীদের জন্য বিশেষ করে আরসিবি সমর্থকদের জন্য একটা বড় খবর আসতে পারে।

Continues below advertisement

সূত্রের খবর, বিরাট কোহলি না কি তাঁর সঙ্গে আরসিবির বাণিজ্যিক চুক্তি না বাড়ানোর কথা জানিয়েছেন। তাহলে কি আরসিবির সঙ্গে দূরত্ব বাড়ছে কোহলির? এখনও সে বিষয়ে নিশ্চিত কোনও খবর না থাকলেও কানাঘুষো তেমনই। আগামী মরশুম শুরুর আগেই এই চুক্তির মেয়াদ বাড়ানোর কথা ছিল। কিন্তু সেখানে কোহলিই বাধা হয়ে দাঁড়িয়েছেন।

এই বিষয়ে এক ক্রীড়া সাংবাদিক রোহিত জুগলাম জানিয়েছেন, ''গতবার নিলামের আগে বিরাটের সঙ্গে আইপিএলের পরবর্তী মরশুম শুরুর আগে অর্থাৎ ২০২৬ সালে আইপিএলের আগে একটি ব্র্যান্ডের সঙ্গে চুক্তির নবায়নের কথা ছিল। কিন্তু রোহিত সেই চুক্তি নবায়ন করেননি। কিন্তু আপাতত যা খবর, তাতে কোহলি হয়ত চাইছেন যে তাঁর মুখ ব্যবহার না করেই আরসিবি যেন ভবিষ্যতের যে কোনও পরিকল্পনা করুক।''

Continues below advertisement

চলতি বছরে আইপিএলের মাঝেই টেস্ট ফর্ম্য়াট থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন বিরাট। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই কুড়ির ফর্ম্য়াটকেও বিদায় জানান প্রাক্তন ভারত অধিনায়ক। এই পরিস্থিতিতে আদৌ কতদিন আর আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন কোহলি, তা নিয়েও সংশয় দেখা যাচ্ছে। যদিও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে স্কোয়াডে সুযোগ পেয়েছেন কিং কোহলি।

জুগলান নিজের ইউটিউব চ্যানেলে বলেন, ''বিরাট মহেন্দ্র সিংহ ধোনির মত করবেন না। আমি ধোনির সমালোচনা করছি না। কিন্তু ধোনি ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে যাওয়ার পরও এখনও আইপিএলে খেলে যাচ্ছেন। এমনকী ২০২৬ আইপিএলেও হয়ত খেলতে দেখা যাবে এমএসডিকে। বিরাট কোহলি আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে গেলে আইপিএলে আর খেলে যাবেন বলে আমার মনে হয় না।''

বিরাট কোহলি আইপিএলের ইতিহাসে সর্বাধিক রান সংগ্রাহক। ২৬৭ ম্য়াচে এখনও পর্যন্ত ৮৬৬১ রান করেছেন তাঁর আইপিএল কেরিয়ারে।