কলকাতা: এক যুগ ধরে আইপিএলে কেকেআরের জার্সিতে খেলছেন। চলতি মরশুমে প্রথম ম্য়াচ থেকে একেবারেই ছন্দে ছিলেন না। কিন্তু রাজস্থানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ রাজস্থান ম্য়াচেই জ্বলে উঠলেন আন্দ্রে রাসেল। ঝোড়ো অর্ধশতরান হাঁকালেন। দলকে দুশোর গণ্ডি পার করালেন। একই সঙ্গে ইডেন গার্ডেন্সে আইপিএলের মঞ্চে হাজার রানও পূরণ করে ফেললেন আন্দ্রে রাসেল। গৌতম গম্ভীরের সঙ্গে একই সারিতে নামও লেখালেন ক্যারিবিয়ান তারকা। আইপিএলে নিজের আড়াই হাজার রানও পূরণ করে ফেললেন তিনি।
এদিন রাজস্থানের বিরুদ্ধে ২৫ বলে ৫৭ রানের ইনিংস খেলে অপরাজিত থেকে যান রাসেল। নিজের ইনিংসে চারটি বাউন্ডারি ও ছয়টি ছক্কা হাঁকান ক্যারিবিয়ান তারকা। কেকেআরের প্রাক্তন অধিনায়ক গৌতম গম্ভীর ইডেন গার্ডেন্সে ১৪০৭ রান করেছেন। এছাড়া রবিন উথাপ্পা ১১৫৯ রান করেছেন। তৃতীয় স্থানে উঠে এলেন রাসেল। তিনি ইডেনে ১০০০ রান পার করলেন ৪১ ইনিংস পর।
২০১২ সালে আইপিএলে অভিষেকের পর ২০১৪ সাল থেকেই কেকেআরের জার্সিতে খেলছেন রাসেল। ১৩৮ ম্য়াচে মোট ২৬১৩ রান করেছেন রাসেল নাইট জার্সিতে। ১৭৪ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন তিনি।
ম্যাচের দ্বিতীয়ার্ধে প্রলয় ঘটালেন রিয়ান পরাগ। আইপিএলের প্লে অফের দৌড় থেকে আগেই ছিটকে গিয়েছে রাজস্থান রয়্যালস। হারানোর কিছুই নেই। রাজস্থান রয়্যালসের অধিনায়ক যেন ঠিকই করে নিয়েছিলেন যে, যতক্ষণ ক্রিজে থাকবেন, আগ্রাসী ক্রিকেট খেলবেন।
খেললেনও। ১৩তম ওভারে মঈন আলির এক ওভারে টানা পাঁচ বলে পাঁচ ছক্কা মারলেন অসমের ক্রিকেটার। একটি ছক্কা তো মাঠের বাইরে দাঁড়িয়ে থাকা স্পনসর সংস্থার গাড়িতে গিয়ে পড়ল। রবিবার একটি অভিনব রেকর্ডও গড়লেন। কারণ, পরের ওভারে বরুণ চক্রবর্তীর প্রথম যে বলটি খেললেন রিয়ান, রিভার্স স্যুইপে ফেললেন মাঠের বাইরে। দু'ওভার মিলিয়ে টানা ছ'বলে ছয় ছক্কা পরাগের। যুবরাজ সিংহের ছয় বলে ছয় ছক্কা আছে। কিন্তু সেটা এক ওভারে। টি-২০ ক্রিকেটে রিয়ানের এরকম রেকর্ড বিরল। আইপিএলের এক ওভারে পাঁচ ছক্কা মেরে ক্রিস গেল, রাহুল তেওয়াটিয়া, রবীন্দ্র জাডেজা ও রিঙ্কু সিংহের সঙ্গে এক তালিকায় চলে এলেন তিনি।
শেষ ওভারে রাজস্থানের দরকার ছিল ২২ রান। হাতে তিন উইকেট। বৈভব অরোরার প্রথম পাঁচ বলে ১৯ রান তুলে ফেলেছিলেন শুভম দুবে। তৃতীয় বলে ৬, চতুর্থ বলে ৪, পঞ্চম বলে ফের ছক্কা মারলেন। শেষ বলে রাজস্থানের ম্যাচ জেতার জন্য দরকার ছিল ৩ রান। শেষ বলে ১ রান দৌড়ে পূর্ণ করলেন শুভম। ২ রান নিতে গিয়ে রান আউট হয়ে গেলেন জোফ্রা আর্চার। ১৪ বলে ২৫ রানে অপরাজিত রইলেন শুভম। রাজস্থান থামল ২০৫/৮ স্কোরে।