বেঙ্গালুরু: চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে বেঙ্গালুরু গতকাল ঘরের মাঠ চিন্নাস্বামীতে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে। সেই জয়ে অন্য়তম ভূমিকা ছিল রোমারিও শেফার্ডের। আইপিএলের ইতিহাসে দ্রুততম অর্ধশতরানের ইনিংস খেলেছেন ক্যারিবিয়ান এই অলরাউন্ডার। চলতি বছর টি-টোয়েন্টি ফর্ম্য়াটে দুর্দান্ত ফর্মে আছেন শেফার্ড। বছরের শুরুতে ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি লিগে ১৩টি বল খেলেছিলেন। তার মধ্যে সাতটি বল প্যাভিলিয়নে পাঠিয়েছিলেন তিনি। এমনকী গত বছরও আইপিএলে ১০টি বল খেলে ৭ বার বাউন্ডারি হাঁকিয়েছিলেন। 

ESPN ক্রিকইনফোতে দেওয়া সাক্ষাৎকারে শেফার্ড জানিয়েছেন, ''প্রথম দুটো ছক্কা হাঁকানোর পরই আমার মনে হয়েছিল যে আমি বোলারদের ওপর চাপ তৈরি করে রাখতে পারব। আমি বোলারের শরীরী ভাষার দিকে নজর রাখছিলাম। তা দেখেই মনে হল যে আর একটু চাপ তৈরি করা যাক। এরপর সেটাই করে গিয়েছি। চালিয়ে খেলার চেষ্টা করে গিয়েছি প্রতিবার। আর তা কাজেও এসে গিয়েছে।''

রোমারিও আরও বলেন, ''আমি যখন ক্রিজে গিয়েছিলাম, তখন একটা ধারণা ছিল আমার। কোন কোন জায়গায় ওরা বল করছে  তা বুঝতে পারছিলাম। সেই মতই ব্য়াট করার চেষ্টা করছিলাম।''

মাত্র ১৪ বলে ৫৩ রানের ইনিংস। শনিবার রাতে চিন্নাস্বামী স্টেডিয়ামে রোমারিও ঝড়ে কার্যত উড়ে যায় সিএসকে। ইনিংসের শেষ দুই ওভারে খলিল ও পাথিরানার বিরুদ্ধে আইপিএল ইতিহাসে সর্বাধিক ৫৪ রান তুলতে আরসিবিকে সাহায্য করেন রোমারিও। ইনিংসের শেষ বলে অর্ধশতরান পূরণ করেন শেফার্ড। তাঁর ইনিংস সাজানো ছিল চারটি চার ও ছয়টি ছক্কায়।
 
এই ইনিংসে ম্যাচের পার্থক্য হয়ে দাঁড়ায়। ১৬০-১৭০ যেখানে হতে সেখানে আরসিবি ২১৩ রানে ইনিংস শেষ করে এবং শেষমেশ দুই রানে ম্যাচ জেতে। রোমারিওর এই অর্ধশতরান অবশ্য আইপিএল ইতিহাসের দ্রুততম নয়। বরং আরও দুইজনের সঙ্গে যুগ্মভাবে দ্বিতীয়। ২০১৮ সালে কেএল রাহুল তাঁর বর্তমান দল দিল্লি ক্য়াপিটালসের বিরুদ্ধেই মাত্র ১৪ বলে অর্ধশতরান পূরণ করেছিলেন।
 
২০২২-এ সকলকে খানিক চমক দিয়েই তৎকালীন কেকেআরের হয়ে প্যাট কামিন্সও মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ১৪ বলে তৎকালীন দ্রুততম অর্ধশতরান করেছিলেন। তবে এই সমস্ত রেকর্ড ভেঙে দেন যশস্বী জয়সওয়াল। কেকেআরের বিরুদ্ধে বছর দু'য়েক আগে কার্যত ঝড় তোলেন তিনি। সেবার মাত্র ১৩ বলে অর্ধশতরান পূরণ করেছিলেন তিনি। সেটাই এখনও অবধি আইপিএলের দ্রুততম হাফসেঞ্চুরি।