বেঙ্গালুরু: চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে বেঙ্গালুরু গতকাল ঘরের মাঠ চিন্নাস্বামীতে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে। সেই জয়ে অন্য়তম ভূমিকা ছিল রোমারিও শেফার্ডের। আইপিএলের ইতিহাসে দ্রুততম অর্ধশতরানের ইনিংস খেলেছেন ক্যারিবিয়ান এই অলরাউন্ডার। চলতি বছর টি-টোয়েন্টি ফর্ম্য়াটে দুর্দান্ত ফর্মে আছেন শেফার্ড। বছরের শুরুতে ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি লিগে ১৩টি বল খেলেছিলেন। তার মধ্যে সাতটি বল প্যাভিলিয়নে পাঠিয়েছিলেন তিনি। এমনকী গত বছরও আইপিএলে ১০টি বল খেলে ৭ বার বাউন্ডারি হাঁকিয়েছিলেন।
ESPN ক্রিকইনফোতে দেওয়া সাক্ষাৎকারে শেফার্ড জানিয়েছেন, ''প্রথম দুটো ছক্কা হাঁকানোর পরই আমার মনে হয়েছিল যে আমি বোলারদের ওপর চাপ তৈরি করে রাখতে পারব। আমি বোলারের শরীরী ভাষার দিকে নজর রাখছিলাম। তা দেখেই মনে হল যে আর একটু চাপ তৈরি করা যাক। এরপর সেটাই করে গিয়েছি। চালিয়ে খেলার চেষ্টা করে গিয়েছি প্রতিবার। আর তা কাজেও এসে গিয়েছে।''
রোমারিও আরও বলেন, ''আমি যখন ক্রিজে গিয়েছিলাম, তখন একটা ধারণা ছিল আমার। কোন কোন জায়গায় ওরা বল করছে তা বুঝতে পারছিলাম। সেই মতই ব্য়াট করার চেষ্টা করছিলাম।''