আমদাবাদ: আইপিএলের ফাইনাল শুরু হতে আর কিছুক্ষণ। নরেন্দ্র মোদি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গ্যালারির আনাচে কানাচে দেখতে পাওয়া যাচ্ছে আরসিবি সমর্থকদের। পঞ্জাব কিংসের বিরুদ্ধে নিঃসন্দেহে মাঠের বাইরে সমর্থনের নিরিখে অনেকটাই এগিয়ে থাকবে আরসিবি। তার অন্য়তম কারণ বিরাট কোহলি। আঠারোতম মরশুমে আইপিএলে খেলতে নামছেন। এখনও পর্যন্ত বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি সবই ঝুলিতে পুরেছেন। কিন্তু ভাগ্যে জোটেনি আইপিএল ট্রফি। সেই স্বাদ পূরণ করাই লক্ষ্য এবার। আর কোহলি ও আরসিবির সমর্থনে এক ভক্তের পাগলামো বোধহয় সবকিছুকেই ছাড়িয়ে যাবে। কী করেছেন তিনি? 

ভারতীয় সংস্কৃতিতে লেবু লঙ্কাকে অশুভ শক্তির বিনাসের প্রতীক হিসেবে ধরা হয়। তার জন্যই এক আরসিবি সমর্থক স্টেডিয়ামের সামনে তাঁর গাড়ি নিয়ে গিয়েছেন। হাতে আরসিবির পতাকা ও গাড়িতে লেবু ও লঙ্কা লাগানো। যা সোশ্য়াল মিডিয়ায় মুহূর্তের মধ্য়েই ভাইরাল হয়ে গিয়েছে। গাড়িতেও আরসিবির পতাকা লাগিয়ে রেখেছেন সেই সমর্থক। ২০০৯, ২০১১, ২০১৬ সালের ফাইনালে উঠেও আরসিবি জিততে পারেনি ট্রফি। এবার কি পারবে? সেই আশাতেই গাড়িতে লেবু লঙ্কা লাগিয়ে নিয়ে গিয়েছেন সেই বিরাট ভক্ত। 

 

এদিকে, টস জিতলেন শ্রেয়স আইয়ার। ফাইনালে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন পঞ্জাব অধিনায়ক। প্লে অফে দ্বিতীয় কোয়ালিফায়ারে যে একাদশ খেলেছিল পঞ্জাব কিংস। সেই একাদশই ধরে রাখছে দল। অর্থাৎ কাইল জেমিসন খেলছেন। একমাত্র স্পিনার হিসেবে যুজবেন্দ্র চাহাল খেলবেন ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে। পরে ব্যাটিংয়ের সময় প্রভসিমরণ সিংহ নামবেন ওপেনে প্রিয়াংশ আর্যর সঙ্গে। এছাড়া মিডল অর্ডারে শ্রেয়স ছাড়া রয়েছেন জশ ইংলিশ, শশাঙ্ক সিংহ, নেহাল ওয়াধেরা, মার্কাস স্টোইনিস। শ্রেয়সের নেতৃত্বে এবার পঞ্জাব কিংস লিগ পর্যায়ের শীর্ষে থেকে প্লে অফে পৌঁছেছিল। কিন্তু আরসিবির বিরুদ্ধে প্রথম কোয়ালিফায়ারে হেরে যেতে হয়েছিল তাদের। যদিও মুম্বইকে দ্বিতীয় কোয়ালিফায়ারে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে পঞ্জাব। আরসিবিও তাঁদের একাদশই ধরে রেখেছে। 

ফিল সল্টের থাকা নিয়ে সংশয় ছিল। কিন্তু তিনিও শেষ মুহূর্তে ফাইনালের আগে দলের সঙ্গে যোগ দিয়েছেন। 

আরও পড়ুন: ফাইনালের উন্মাদনা বাড়ছে, টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন শ্রেয়স