কলকাতা: গত আইপিএল। কেকেআরের প্রথম ম্য়াচ। আন্দ্রে রাসেল ইডেন গার্ডেন্সে ২৫ বলের ইনিংসে সাতটি ছক্কা হাঁকিয়েছিলেন। শুধুই কি গত মরশুম? তার আগের ১০টি মরশুম ধরে এই ক্যারিবিয়ান সুপারস্টার নাইট রাইডার্সের জার্সিতে এই মেগা টুর্নামেন্টে একের পর এক স্মরণীয় পারফরম্য়ান্স দিয়ে গিয়েছেন। এই দলের জার্সিতেই দুবার আইপিএলও জিতেছেন।
কিন্তু এই মরশুমে রাসেলকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ব্যাট হাতে চলতি মরশুমে ১০ ম্য়াচে ঝুলিতে মাত্র ৭২ রান। যেই পেল্লাই পেল্লাই ছক্কা হাঁকানোর জন্য বিখ্যাত গোটা বিশ্বে রাসেল, তা ব্যাট থেকে এসেছে মাত্র পাঁচটি। আটটি বাউন্ডারি এসেছে সঙ্গে। বল হাতে শুধু কিছুটা দলকে ভরসা জোগাতে পারছেন। এখনও পর্যন্ত ৮ উইকেট নিয়েছেন ক্যারিবিয়ান তারকা। তবে সব ম্য়াচে চারটি করে ওভার আর করে উঠতে পারছেন না। তাহলে কি রাসেল জমানার শেষ টি-টোয়েন্টি ফর্ম্য়াটে।
২০১৯ সালের আইপিএল রাসেলের কেরিয়ারের সেরা আইপিএল ছিল। সেবার ১৪ ম্যাচে ৫১০ রান করেছিলেন ২০৪ স্ট্রাইক রেটে। ঝুলিতে পুরেছিলেন ১১ উইকেট। দিল্লির বিরুদ্ধে সেবার ১৯ বল ৪১ রানের ইনিংস খেলেছিলেন। যদিও এরপরের ১৩টি ইনিংসে ত্রিশের বেশি রান করতে পারেননি ডানহাতি অলরাউন্ডার আর।
কিন্তু চলতি মরশুমে রাসেলকে দেখেই মনে হচ্ছে তিনি আর ফিট নন আগের মত। শরীর অনেক ভারী হয়ে গিয়েছে। বয়স বেড়েছে। কেকেআর ম্য়ানেজমেন্ট বিষয়টিকে যতই ঢাকা দেওয়ার চেষ্টা করুক না কেন, গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ১৫ বলে ২১ রানের ইনিংস খেলেছিলেন রাসেল। কিন্তু ফিনিশার হিসেবে বা লোয়ার অর্ডারে নেমে যে কাজটা রাসেলের থেকে চাইছে ম্য়ানেজমেন্ট, তা করে উঠতে পারছেন না।
যদিও দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্য়াচে জয়ের পর রাসেল অবশ্য খুশি। ফর্মে ফেরার ইঙ্গিতও দিয়েছেন। গত মঙ্গলবারই তাঁর জন্মদিন। ৩৭ পূর্ণ করলেন ক্যারিবিয়ান তারকা। ম্যাচের শেষে রাসেল বলেছেন, 'আমরা আজ জয় পেয়েছি। জন্মদিনে অন্য কোনও উপহারের প্রয়োজন নেই। এটি সবচেয়ে আশ্চর্যজনক লিগ, আমি আনন্দিত যে তারা আমার জন্মদিনে এই ম্যাচটির সূচি করেছিল।'
কেকেআরের জয়কে দলীয় সংহতির ফল বলেছেন রাসেল। তাঁর কথায়, 'এটা ছিল সম্পূর্ণ দলীয় প্রচেষ্টার জয়। বোর্ডে রান করাটা গুরুত্বপূর্ণ ছিল। ওরা ভুল করেছিল (মাঝের ওভারে) এবং আমরা সেই সময় উইকেটগুলো পেয়েছিলাম। আজ শুধু একটি আনন্দের দিন। বল করার সময় শুধু একটাই পরিকল্পনা ছিল, নিজের পরিকল্পনা নিয়ে পরিষ্কার থাকতে হবে নিজের কাছে। একবার আপনি বোলার হিসাবে নিজেকে বিভ্রান্ত না করে ফেললে, আপনি ভাল বল করবেন। বোলার হিসেবে আমাদের বিষয়টিকে সহজ রাখতে হবে, বিশেষ করে ডেথ ওভারে।'