চেন্নাই: বর্তমানে আইপিএলের (IPL 2025) লিগ তালিকায় এক দল পাঁচ নম্বরে, আরেক দল ঠিক তার পাঁচ ধাপ পরে দশ নম্বরে। এ মরশুমে যেমন দুই দলের পারফরম্যান্স গ্রাফটা সম্পূর্ণ ভিন্ন, তেমনই দুই দলের খেতাব সংখ্যাও। একদল এখনও নিজের প্রথম আইপিএল ট্রফির খোঁজে, তো আরেক দল পাঁচ বারের চ্যাম্পিয়ন। তবে পঞ্জাবি কিংস ও চেন্নাই সুপার কিংসের (CSK vs PBKS) লড়াইয়ে ইতিহাস দেখে কিন্তু দুই দলকে আলাদা করা খুবই চাপের।
আইপিএল বর্তমানে 'বিজনেস এন্ডে' পৌঁছে গিয়েছে। প্রতিটি ম্যাচই কিন্তু গুরুত্বপূর্ণ। এক ম্যাচের ফলাফল ভাগ্য বদলে দিতে পারে। পঞ্জাব কিংস যেখানে প্লে-অফের দৌড়ে বেশ ভাল জায়গায় রয়েছে, সেখানে সিএসকের প্রথম চারে থাকার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। তবে সেই সম্ভাবনা টিকিয়ে রাখতে হলে সিএসকেকে প্রতিটি ম্যাচই জিততে হবে। এমন পরিস্থিতিতে এক হাড্ডাহাড্ডি লড়াইযের আশা করাই যায়। অতীত পরিসংখ্যানও কিন্তু তেমনই ইঙ্গিত করছে।
চেন্নাই সুপার কিংস ও পঞ্জাব কিংস, আইপিএলের দুই কিংস মোট ৩১ বার একে অপরের মুখোমুখি হয়েছে। এর মধ্যে সিএসকে খানিকটা এগিয়ে। হলুদ ব্রিগেড মোট ১৭টি ম্যাচ জিতেছে, ১৪ ম্যাচে জয়ের হাসি হেসেছে পঞ্জাব। আজকের ম্যাচ সিএসকের ঘর চিপকে। এই মাঠে এবারে ধোনিব্রিগেডের রেকর্ড ভাল না হলেও, অতীতে কিন্তু বারংবার চিপককে দুর্গ বানিয়েই জয়ের রথ ছুটিয়েছে সিএসকে। কিন্তু এই মাঠে পঞ্জাব সেই গুটিকয়েক দলগুলির মধ্যে একটি যারা সিএসকের বিরুদ্ধে সেয়ানে সেয়ানে লড়াই করেছে। চিপকে মোট আটবার মুখোমুখি লড়াইয়ে সিএসকে ও পঞ্জাব কিংস, উভয় দলই চারটি করে ম্যাচ জিতেছে।
আবহাওয়া
বৃষ্টিতে পঞ্জাব কিংসের কেকেআরের বিরুদ্ধে গত ম্যাচ ভেস্তে গিয়েছিল। তবে আজকে চিপকে কিন্তু এমন কিছু হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। মাত্র ১০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ম্যাচ চলাকালীন তাপমাত্রা ২৯ থেকে ৩৪ ডিগ্রির মাঝে থাকবে। আদ্রর্তা থাকবে ৭৭ শতাংশ। ২৭ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে হাওয়া চলার সম্ভাবনা রয়েছে। ম্যাচে কিন্তু বিশেষত শিশিরের কথা ভেবে টস জিতে কোনও দল বোলিং করারই সিদ্ধান্ত নেবে বলে আশা করা যায়।