নয়াদিল্লি: ঘরের মাঠে আইপিএলে আজ ডু অর ডাই ম্যাচ খেলতে নামবে দিল্লি ক্যাপিটালস। প্রতিপক্ষ গুজরাত টাইটান্স। আর এই গুরুত্বপূর্ণ ম্যাচেই বিরাট কোহলির রেকর্ড ভেঙে দেওয়ার সুবর্ণ সুযোগ থাকছে কে এল রহুলের সামনে। 

এখনও পর্যন্ত বিরাট কোহলিই টি টোয়েন্টি ফর্ম্যাটে ভারতীয়দের মধ্যে দ্রুততম আট হাজার রানের মালিক। আর ৩৩ রান গুজরাত ম্যাচে করতে পারলেই সেই রেকর্ডের মালিক হয়ে যাবেন কে এল রাহুল। ২৪৩ ইনিংস খেলে টি টোয়েন্টিতে আট হাজার রান করেছিলেন বিরাট। রাহুল তার ২১৪ তম ইনিংসেই এই নজির গড়ে ফেলতে পারেন। সেক্ষেত্রে ভারতীয়দের মধ্যে দ্রুতত আট হাজার রান টি-টোয়েন্টিতে করার রেকর্ড থাকবে রাহুলের ঝুলিতে।

বিশ্ব ক্রিকেটে এই নজির রয়েছে বাবর আজমের ঝুলিতে। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ২১৮ ইনিংসে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে আট হাজার রান করেছিলেন। রাহুল যদি গুজরাতের বিরুদ্ধে আর ৩৩ রান করে বিরাটকে টপকে যান, সেক্ষেত্রে তিনি দ্বিতীয় দ্রুততম ক্রিকেটার হিসেবে বিশ্ব ক্রিকেটে কুড়ির ফর্ম্যাটে আট হাজার রানের মালিক হয়ে যাবেন। 

তবে রাহুলের এই রেকর্ডের মাঝে বড় বাধা হতে পারেন গুজরাত টাইটান্সের রশিদ খান। আফগান স্পিনার এখনও পর্যন্ত ৪৭টি বল করেছেন রাহুলকে। ৪০ রান খরচ করেছেন মাত্র। তিনবার আউটও করেছেন ভারতীয় ব্যাটারকে। 

দিল্লি ক্যাপিটালস টানা চার ম্যাচ জিতে মরশুমের শুরুটা করেছিল। কিন্তু বর্তমানে যা পরিস্থিতি নিজেদের ভাগ্য নিজেদের হাতে রেখেই প্লে-অফে পৌঁছতে হলে ক্যাপিটালসকে নিজেদের বাকি তিন ম্যাচই জিততে হবে। গুজরাত টাইটান্সের ক্ষেত্রে পরিস্থিতিটা সম্পূর্ণ ভিন্ন। ১১টির মধ্যে আটটি ম্যাচ ইতিমধ্যেই জিতে ফেলেছে টাইটান্স। সাধারণত প্লে-অফে পৌঁছনোর জন্য আটটি জয়কেই গণ্ডি হিসাবে ধরা হয়। তবে সরকারিভাবে প্লে-অফে পৌঁছতে তিন ম্যাচের মধ্যে মাত্র একটি ম্যাচ জেতাই শুভমন গিলদের জন্য যথেষ্ট।

গুজরাত টাইটান্সের টপ অর্ডার, দলের সম্ভবত সবথেকে বড় ভরসা। দুই ওপেনার শুভমন গিল ও সাই সুদর্শন শুরুতেই গায়ের জোরে নয়, বরং পরিবেশ, পরিস্থিতি ও পিচ বুঝে ব্যাটিংটা করেন টাইমিং ওপর ভর করে। এই দুই তারকা তো বটেই, তিনে নামা জস বাটলারও অরেঞ্জ ক্যাপের দৌড়ে রয়েছেন। তিনজনেই ইতিমধ্যে ৫০০ রানের গণ্ডি পার করে ফেলেছেন। উইকেটসংগ্রাহকদের তালিকাতেও এক টাইটান্স তারকাই শীর্ষে। প্রসিদ্ধ কৃষ্ণ ২০টি উইকেট নিয়ে পার্পল ক্যাপের তালিকায় একে রয়েছেন।