KKR vs RCB Live: ২২ বল বাকি থাকতেই ৭ উইকেটে ম্য়াচ জিতে নিল আরসিবি, হার দিয়ে মরশুম শুরু নাইটদের

IPL 2025: যদিও বর্তমানে আকাশের মুখ ভার খানিকটা হলেও কমেছে। থেমেছে বৃষ্টিও। তবে ম্যাচ চলাকালীন কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

গৌতম রায় Last Updated: 22 Mar 2025 10:49 PM
IPL 2025 Live Score: ৭ উইকেটে ম্য়াচ জিতল আরসিবি

২২ বল বাকি থাকতেই ম্য়াচ জিতে গেল আরসিবি। ৫৯ রান করে অপরাজিত থাকলেন বিরাট। তাঁর সঙ্গে ক্রিজে অপরাজিত থাকলেন লিয়াম লিভিংস্টোন।

KKR vs RCB Live Score: অর্ধশতরান বিরাটের

৩০ বলে অর্ধশতরান পূরণ করলেন বিরাট কোহলি। অর্ধশতরান হাঁকানোর পথে ৪টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকালেন কিং কোহলি। কেকেআরের ম্য়াচ বাঁচানো আরও কঠিন হচ্ছে।

IPL 2025 Live Score: ৯ ওভারে ৬০ রান প্রয়োজন আরসিবির, হাতে ৯ উইকেট

শেষ ৯ ওভারে ৬০ রান প্রয়োজন আরসিবির। হাতে ৯ উইকেট। অর্ধশতরানের পথে এগোচ্ছেন বিরাট কোহলি। চাপ বাড়ছে নাইটদের।

KKR vs RCB Live Score: বরুণের বলে আউট সল্ট

৩১ বলে ৫৬ রান করে বরুণের বলে আউট সল্ট। ৯ ওভারের শেষে স্কোর ৯৬/১।

IPL 2025 Live Score: ২৫ বলে হাফসেঞ্চুরি সল্টের

হর্ষিতের বলে ২৬ রানে কোহলির কঠিন ক্যাচ ফেললেন রামনদীপ। ২৫ বলে হাফসেঞ্চুরি সল্টের। ৭ ওভারের শেষে আরসিবি-র স্কোর ৮৬/০।

KKR vs RCB Live: ৫ ওভারের শেষে বোর্ডে ৭৫ রান তুলে ফেলল আরসিবি

বিধ্বংসী ছন্দে সল্ট ও কোহলি। ৫ ওভারের শেষে বোর্ডে ৭৫ রান তুলে ফেলল আরসিবি।

KKR vs RCB Live: ২০ ওভারে কেকেআরের স্কোর ১৭৪/৮

২০ ওভারে বোর্ডে ১৭৪/৮ তুলল কলকাতা নাইট রাইডার্স। ম্য়াচে বিরাটের ব্যাটে কি ঝড় দেখা যাবে?

KKR vs RCB Live Score: আউট রিঙ্কু, রাসেল

প্রথম ম্য়াচে রান পেলেন না রিঙ্ক সিংহ ও আন্দ্রে রাসেল। ১২ রান করে ক্রুণালের বলে বোল্ড হয়ে গেলেন রিঙ্কু। ৪ রান করে সুয়াশের বলে বোল্ড হয়ে গেলেন আন্দ্রে রাসেল। কেকেআরের স্কোর ১৫.৪ ওভারে ১৫০/৬।

KKR vs RCB Live: আউট বেঙ্কটেশ আইয়ার

কেকেআরের চতুর্থ উইকেটের পতন। ফ্র্যাঞ্চাইজির সবচেয়ে দামি ক্রিকেটার বেঙ্কটেশ আইয়ার মাত্র ৬ রান করেই প্যাভিলিয়নে ফিরে গেলেন। ২৩ কোটি ৭৫ লক্ষ দিয়ে তাঁকে দলে নিয়েছিল কেকেআর।

KKR vs RCB Live Score: আউট রাহানে, নারাইন

দ্রুত দুটো উইকেট হারাল কেকেআর। প্রথমে ২৫ বলে ৪৪ রান করে ফিরলেন সুনীল নারাইন। এরপর ক্রুণাল পাণ্ড্য়র বলে ক্যাচ আউট হয়ে ফিরলেন ফর্মে থাকা অজিঙ্ক রাহানে।

KKR vs RCB Live: দশ ওভারের আগেই বোর্ডে ১০০ তুলে নিল কেকেআর

১০ ওভারের আগেই বোর্ডে ১০০ রান তুলে নিল কেকেআর। রাহানের সঙ্গে এবার ব্যাটে ঝড় তোলা শুরু করলেন সুনীল নারাইনও।

KKR vs RCB Live Score: ২৫ বলে অর্ধশতরান রাহানে

অর্ধশতরান পূরণ করলেন অজিঙ্ক রাহানে। ২৫ বলে নিজের অর্ধশতরান পূরণ করলেন নাইট অধিনায়ক। হাঁকালেন ৬টি বাউন্ডারি ও ৪টি ছক্কা।

KKR vs RCB Live: পাওয়ার প্লে শেষে কেকেআরের স্কোর ৬০/১

পাওয়ার প্লে শেষে কেকেআরের স্কোর ১ উইকেট হারিয়ে ৬০। ক্রিজে আছেন রাহানে (৩৯) ও নারাইন (১৭)।

KKR vs RCB Live Score: রাহানের ব্যাটে ঝড়, ওভারে তুললেন ১৬

ইনিংসের চতুর্থ ওভারে ব্যাটে ঝড় তুললেন অজিঙ্ক রাহানে। রাশিখ সালামের ওভারে ১৬ রান তুললেন নাইট অধিনায়ক। নাইটদের স্কোর ৪ ওভার শেষে ২৫/১।

KKR vs RCB Live: ২ ওভার শেষে কেকেআরের স্কোর ৫/১

২ ওভার শেষে ১ উইকেট হারিয়ে বোর্ডে ৫ রান তুলে নিল কলকাতা নাইট রাইডার্স। ক্রিজে আছেন অধিনায়ক অজিঙ্ক রাহানে ও সুনীল নারাইন।

KKR vs RCB Live Score: আউট ডি কক

প্রথম ওভারের তৃতীয় বলে জীবনদান পেলেও পঞ্চম বলেই আউট হয়ে গেলেন ডি কক। উইকেটের পেছনে দুরন্ত ক্যাচ লুফলেন জিতেশ শর্মা।

KKR vs RCB Live: ৪ রানের মাথায় জীবনদান পেলেন ডি কক

৪ রানের মাথায় জীবনদান পেলেন কুইন্টন ডি কক। হ্যাজেলউডের বলে তাঁর ক্যাচ ফেললেন প্রাক্তন নাইট স্পিনার সুয়াশ শর্মা।

KKR vs RCB Live Score: প্রথমে ব্যাটিং কেকেআরের

টস জিতলেন আরসিবি অধিনায়ক রজত পাতিদার। প্রথমে ব্য়াটিং কলকাতা নাইট রাইডার্সের। 

KKR vs RCB Live: স্মারক বিরাটকে

আইপিএলে আঠারো বছর পূরণ করলেন বিরাট কোহলি। টুর্নামেন্টের আঠারোতম মরশুমে স্মারক উপহার বিরাট কোহলি। তুলে দিলেন বোর্ড সভাপতি রজার বিনি।

KKR vs RCB Live Score: উদ্বােধনী অনুষ্ঠানে পারফর্ম শ্রেয়া ঘোষালের

শাহরুখের সঞ্চালনায় শুরু আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান। মঞ্চে গান পরিবেশন করছেন শ্রেয়া ঘোষাল। ভুলভুলাইয়া ছবির হিট গান আমি যে তোমার গাইছেন শ্রেয়া।

KKR vs RCB Live: ইডেনে আলোর রোশনাই

আঠারোতম আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়ে গেল। মাঠে শাহরুখ। আলোর রোশনাই গোটা ইডেন জুড়ে।

প্রেক্ষাপট

কলকাতা: আর মাত্র কয়েক মুহূর্তের অপেক্ষা। তারপরেই শুরু হয়ে যাবে আইপিএলের অষ্টাদশ সংস্করণ (IPL 2025)। ক্রিকেট ও বিনোদনের মেলবন্ধন, মতান্তরে বিশ্বের সেরা টি-২- ফ্র্যাঞ্চাইজি লিগ শুরু হওয়ার অপেক্ষায় থাকেন সকল ক্রিকেটপ্রেমীরাই। এবারেও তাঁর অন্যথা হয়নি। উত্তেজনা পারদ তুঙ্গে, দুই দল প্রস্তুত। এবার শুধু ম্যাচ হওয়ার অপেক্ষা।


তবে এই ম্য়াচ আয়োজনকে ঘিরে যথেষ্ট অনিশ্চয়তাও রয়েছে। কারণ আবহাওয়ার পূর্বাভাস। গতকাল থেকেই কলকাতায় শুরু হয়েছে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা-সহ বাকি জেলাগুলিতেও আজও বিক্ষিপ্ত বৃষ্টি হবে।  সেই সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। আগামীকালও বৃষ্টি চলবে বলে জানা গিয়েছে। জোড়া ঘূর্ণাবর্তের জেরেই আবহাওয়ার এমন পরিবর্তন। বৃষ্টির জেরে গতকাল রাতেই কলকাতার তাপমাত্রা ৩ ডিগ্রি কমে যায়। শহরের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা এই মুহূর্তে স্বাভাবিকের চেয়ে নীচে। শনিবার সকাল থেকেও আকাশ পুরোপুরি মেঘলা। এদিন ভোরেও বৃষ্টি হয়েছে।


যদিও বর্তমানে আকাশের মুখ ভার খানিকটা হলেও কমেছে। থেমেছে বৃষ্টিও। তবে ম্যাচ চলাকালীন কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।  ইডেন গার্ডেন্সের মাঠ তৈরি ও পরিচর্যায় সেনাপতি যিনি, সেই সুজন মুখোপাধ্যায় যুদ্ধের জন্য প্রস্তুত। তাঁর ভরসা একশো বিশ্বস্ত সৈন্য। সঙ্গে প্রযুক্তি। ম্যাচ কিছুতেই বানচাল হতে দিতে চান না ইডেনের কিউরেটর। যিনি বোর্ডের পিচ কমিটির সদস্যও। এবার দেখার প্রকৃতির সঙ্গে হার না মানা এই লড়াইয়ে শেষ হাসি কে হাসে।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.