নয়াদিল্লি: রাত পেরোলেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লন্ডন সফর। আগামীকাল ২২ মার্চ লন্ডনে যাচ্ছেন তিনি। এদিকে তার আগেই লন্ডনের হিথরো বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড।
যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে আজ পুরোপুরি বিমানবন্দর বন্ধ রাখার সিদ্ধান্ত হিথরো কর্তৃপক্ষের। ইলেকট্রিক্যাল সাবস্টেশনে আগুন লাগার কারণে বন্ধ হিথরো বিমানবন্দর। অগ্নিকাণ্ডের জেরে বিমানবন্দরে বিদ্যুৎ বিভ্রাট, কবে পরিষেবা স্বাভাবিক, জানাতে পারল না হিথরো বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমানবন্দর খোলা না পর্যন্ত যাত্রী প্রবেশে নিষেধাজ্ঞা।প্রসঙ্গত ২২ মার্চ লন্ডন যাচ্ছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। ফিরবেন আট দিন পর। আর, তাঁর অনুপস্থিতিতে কারা দলের বিষয়টা দেখভাল করবেন তা গতকাল স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রীর সঙ্গে বিদেশ সফরে যাচ্ছেন মুখ্যসচিবও।এই পরিস্থিতিতে দলীয় কাজকর্ম দেখভালের পাশাপাশি রাজ্য় প্রশাসনের দৈনন্দিন কাজকর্ম পরিচালনার জন্য় মন্ত্রীদের পৃথক টাক্সফোর্স গঠন করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেছিলেন, চার-পাঁচজন আমাদের অনুপস্থিতিতে তারা নবান্নে বসবে, অফিসারদের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করবে এবং যদি কোনও সমস্য়া হয়, তাঁরা আমাদের সঙ্গে যোগাযোগ করবে, নিজেরা সিদ্ধান্ত না নিয়ে। তার মধ্য়ে চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, সুজিত বসু, অরূপ বিশ্বাস এবং ফিরহাদ হাকিম। এই পাঁচজনের ওপরেও একটা টাস্ক ফোর্স তৈরি করে দিয়ে গেলাম। যাঁরা আমাদের সঙ্গে যোগাযোগ রেখে, অফিসারদের সঙ্গে যোগাযোগ রেখে, নবান্নে লাগাতার বসে কাজকর্ম করবে।'
বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য বলেন, 'মন্ত্রিসভার যাঁরা সিনিয়র থাকেন তাঁদের উপরই দায়িত্ব দিয়ে যাওয়া হয়, অন্তত একজনের উপরে দায়িত্ব থাকে। তা আমরা ভেবেছিলাম মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ যিনি দাওয়াতে ইসলামের আহ্বান জানিয়েছিলেন, তাঁকে হয়তো দায়িত্ব দেবে, বা যিনি ওই মন্ত্রকের মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ, মানুষের অন্তিম যাত্রায় যিনি সব সময় অত্যন্ত নিষ্ঠার সঙ্গে শরিক হন, তাঁকে দায়িত্বটা দেবেন, তাঁরা কেউই পেলেন না, ৫ সদস্যের একটা টিম সরকার চালাবে, আসলে সরকার চলছে না, সরকার চলছে বাইরে থেকে, সমান্তরাল প্রশাসন চলছে, কে চালাচ্ছে সকলেই জানেন।' সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, 'এখানে তো কথায় কথায় টাস্ক ফোর্স হয়, বাজারে দাম কমানোর জন্য টাক্স ফোর্স হয়, এটাও তেমন কিছু হবে। '
আরও পড়ুন, যাদবপুরের মেন হস্টেলেই ফের র্যাগিং, 'হস্টেলে ছাত্র মৃত্যুর ঘটনাতেও একই অভিযুক্ত..' !
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)