বেঙ্গালুরু: আঠারোতম আইপিএলের মাঝে একটু তাল কেটেছিল ভারত-পাকিস্তান যুদ্ধকালিন পরিস্থিতি। তবে ফের শুরু হতে চলেছে আজ থেকে টুর্নামেন্ট। আগামী ৩ জুন ফাইনাল দিয়ে যা শেষ হবে। বিরতির পর আজ প্রথম ম্য়াচেই আমনে সামনে হতে চলেছে আরসিবি ও কেকেআর। যে দুটো দল এহবারের টুর্নামেন্টে প্রথম ম্য়াচে খেলতে নেমেছিল। সেই ম্য়াচে কেকেআরকে হারিয়ে দিয়ে অভিযান শুরু করেছিল আরসিবি। এই মুহূর্তে রজত পাতিদারের আরসিবি যেখানে প্লে অফের দৌড়ে অনেক এগিয়ে। সেখানে কেকেআরের এবারের মত আইপিএল অভিযান আর হয়ত দু ম্য়াচ পরেই শেষ হয়ে যাবে। আজ কখন কোথায় মুখোমুখি হবে দুটো দল এক নজরে দেখে নেওয়া যাক -- - - -
আজ আইপিএলে কোন দুটো দল মুখোমুখি হবে?
আইপিএলে আজকের ম্যাচে আরসিবি বনাম কেকেআর ২২ গজের লড়াইয়ে নামবে।
কোথায় খেলা হবে আরসিবি বনাম কেকেআর দ্বৈরথ?
বেঙ্গালুরুর ঘরের মাঠ চিন্নাস্বামী স্টেডিয়ামে আজ আরসিবির বিরুদ্ধে খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স।
কখন শুরু হবে আরসিবি বনাম কেকেআর লড়াই?
১৭ মে, শনিবার খেলা শুরু হবে সন্ধে ৭.৩০ টায়, টস হবে তার ৩০ মিনিট আগে অর্থাৎ সন্ধে সাতটায়।
কোথায় দেখবেন আরসিবি বনাম কেকেআর ম্যাচ?
আইপিএলে আরসিবি বনাম কেকেআর ম্যাচটি দেখতে পাওয়া যাবে জিও স্টার নেটওয়ার্কে।
অনলাইনে কীভাবে দেখবেন এই খেলা?
টিভির সামনে বসার সুযোগ না থাকলেও কিন্তু চিন্তা নেই। জিও স্টার অ্যাপ এবং ওয়েবসাইটে দেখা যাবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম কলকাতা নাইট রাইডার্সের ম্য়াচটি।
আরসিবি এই ম্যাচে দল সাজাতে গিয়ে বিপাকে বোলিং নিয়ে। কারণ, জশ হ্যাজলউডকে পাচ্ছে না তারা। কাঁধের চোট এখনও কাটিয়ে উঠতে পারেননি অজি পেসার। ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে যোগাযোগ রাখছে আরসিবি। হ্যাজলউডকে নিয়ে অপেক্ষা করছে। তবে এখনও পর্যন্ত দারুণ আশাব্যঞ্জক খবর নেই। প্লে অফেও তাঁকে পাওয়া যাবে কি না, সংশয় রয়েছে। চোট রয়েছে অধিনায়ক রজত পাতিদারেরও। তবে তিনি সম্ভবত খেলবেন।
ইডেনে নামার সময় কেকেআর ছিল গতবারের চ্যাম্পিয়ন। মুকুট রক্ষার লড়াই ছিল নাইটদের সামনে। আর আরসিবি ছিল কোনও দিন ট্রফির দেখা না পাওয়া এমন এক দল, যাদের এবারও অনেকেই হিসেবের মধ্যে রাখেনি। চিন্নাস্বামী স্টেডিয়ামে ফিরতি সাক্ষাতের সময় কেকেআরের প্লে অফের স্বপ্ন কার্যত ভেন্টিলেশনে। প্লে অফের টিকিট পেতে গেলে অলৌকিক কিছু করতে হবে।