লখনউ: নিলামে সর্বাধিক দাম দিয়ে তাঁকে দলে নিয়েছে লখনউ সুপারজায়ান্ট। ২৭ কোটি টাকা মূল্যে আইপিএলের নিলামে সব রেকর্ড ভেঙে দিয়ে লখনউ শিবিরে যোগ দিয়েছেন পন্থ। মূলত তাঁকে অধিনায়ক করা হবে এই বিষয়টাই পরিষ্কার। কিন্তু এখনও অফিশিয়ালি তা কিছু জানানো হয়নি ফ্র্যাঞ্চাইজির তরফে। আগামী ২০ জানুয়ারি কলকাতায় লখনউ সুপারজায়ান্টের মালিক সঞ্জীব গোয়েঙ্কা একটি সাংবাদিক বৈঠক করবেন। সেখানেই হয়ত লখনউ সুপারজায়ান্টসের আগামী অধিনায়কের নাম ঘোষণা করা হবে।
গত মরশুমে খারাপ পারফরম্য়ান্স ছিল গোটা লখনউ শিবিরের। তাকেও ছাপিয়ে গিয়েছিল কে এল রাহুল ও সঞ্জীব গোয়েঙ্কার মাঠেই বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ার কাহিনি। রাহুল যে লখনউ ছাড়বেন, এরপরই তা পরিষ্কার হয়ে গিয়েছিল। এবার নিলামে রাহুলকে দলে নেয় দিল্লি ক্যাপিটালস। অন্য়দিকে দিল্লি পন্থকে ছেড়ে দেওয়ায় তাঁকে নিলাম থেকে মোটা অঙ্ক দিয়ে দলে নেয় লখনউ সুপারজায়ান্টস। তবে পন্থ অধিনায়ক হওয়ার দৌড়ে সবার আগে থাকলেও তাঁকে কড়া টক্ক দিতে পারেন নিকোলাস পুরাণ। এছাড়া তৃতীয় বিকল্প রয়েছেন এইডেন মারক্রাম। কিন্তু মূলত লড়াইটা হবে পন্থ ও পুরাণের মধ্যেই। এর আগে কে এল রাহুল যখন যখন খেলেননি তখনই এলএসজিকে নেতৃত্ব দিয়েছেন পুরাণ। জাতীয় দলের জার্সিতেও অধিনায়কত্ব করেছেন। দীর্ঘদিন ধরেই আইপিএল খেলছেন। অভিজ্ঞতাও প্রচুর।
তবে পন্থই অধিনায়ক নির্বাচিত হবেন, তা ধরেই নেওয়া যায়। দিল্লি ক্যাপিটালসের জার্সিতে ২০২১, ২০২২, ২০২৪ তিনটি মরশুমে নেতৃত্বভার সামলেছেন। বীরেন্দ্র সহবাগের পর এই ফ্র্যাঞ্চাইজির সবচেয়ে সেরা অধিনায়ক। দিল্লির জার্সিতে ৪৩ ম্য়াচে নেতৃত্বভার সামলেছেন পন্থ। কিছুদিন আগেই ভারতের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়ার ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন সঞ্জীব গোয়েঙ্কা। সেখানে তিনি জানিয়েছেন যে, ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ লখনউ সুপার জায়ান্টসের পরবর্তী অধিনায়ক কে হবেন, তা ঠিক করে রেখেছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহেই সেই নাম ঘোষণা করে দেওয়া হবে। লখনউয়ের অধিনায়ক কে হবেন? আলোচনায় মূলত দুটি নাম। এক, নিকোলাস পুরান। আইপিএলের মেগা নিলামের আগে যাঁকে ২১ কোটি টাকার বিশাল অঙ্ক দিয়ে ধরে রাখা হয়েছিল। তবে নিলামের টেবিলে রেকর্ড অঙ্কে ঋষভ পন্থকে কিনে চমক দিয়েছে লখনউ। ২৭ কোটি টাকা দিয়ে দিল্লি ক্যাপিটালসের মুঠো থেকে পন্থকে ছিনিয়ে নিয়েছে লখনউ। আইপিএল নিলামের ইতিহাসে এত টাকায় এর আগে কোনও ক্রিকেটার বিক্রি হননি।