জয়পুর: আইপিএল লিগ পর্বের একেবারে শেষ ধাপে এসে গিয়েছে। আজ পাঞ্জাব বনাম মুম্বই ম্য়াচ। আগামীকাল লখনউ বনাম আরসিবি। এই দুটো ম্য়াচের পরেই প্লে অফের খেলা শুরু হয়ে যাবে আগামী ২৯ মে থেকে। পয়েন্ট টেবিলে এই মুহূর্তে শীর্ষে রয়েছে গুজরাত টাইটান্স। দ্বিতীয় স্থানে রয়েছে পাঞ্জাব ও চতুর্থ স্থানে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। দুটো দলের কাছেই সুযোগ থাকছে পয়েন্ট টেবিলে প্রথম দুইয়ে জায়গা করে নেওয়ার। কারণ রান রেট একটা বড় ভূমিকা নিয়ে নিয়েছে গতকাল রবিবার গুজরাত টাইটান্স হেরে যাওয়ার পর। 

আজ আইপিএলে কোন দুটো দল মুখোমুখি হবে?

আইপিএলে ম্যাচে পঞ্জাব কিংস ও মুম্বই ইন্ডিয়ান্সের ২২ গজের লড়াই দেখা যাবে।

কোথায় খেলা হবে পঞ্জাব কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্সের দ্বৈরথ?

এটি পাঞ্জাব কিংসের হোমম্য়ান। রাজস্থানের জয়পুরের সোয়াই মানসিংহ স্টেডিয়ামে হবে খেলা।

কখন শুরু হবে পঞ্জাব কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্সের লড়াই?

৮ মে, বৃহস্পতিবার খেলা শুরু হবে সন্ধে ৭.৩০ টায়, টস হবে তার ৩০ মিনিট আগে অর্থাৎ সন্ধে সাতটায়।

কোথায় দেখবেন পঞ্জাব কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ?

আইপিএলে পঞ্জাব কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচটি দেখতে পাওয়া যাবে জিও স্টার নেটওয়ার্কে।

অনলাইনে কীভাবে দেখবেন এই খেলা?

টিভির সামনে বসার সুযোগ না থাকলেও কিন্তু চিন্তা নেই। জিও স্টার অ্যাপ এবং ওয়েবসাইটে দেখা যাবে পঞ্জাব কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্য়াচটি

পিচ ও পরিবেশ

এই মাঠে প্রথমে ব্যাটিং করা দলের গড় রান ওঠে ২০১। দুশো বা তার বেশি রান বোর্ডে তুলে নিয়েছে বেশিরভাগ ম্য়াচে প্রথমে ব্যাটিং করতে নামা দল। পাঞ্জাব কিংস ও মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং বিভাগ খুবই শক্তিশালী। তাই দুটো দলের যে কোনও দল দুশোর ওপর রান প্রথমে বোর্ডে তুলে প্রতিপক্ষকে চাপে ফেলতে চাইবে।

আইপিএলে প্লে অফে ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে পাঞ্জাব, গুজরাত, মুম্বই ও বেঙ্গালুরু। কিন্তু প্রথম দুইয়ে কোনও দুটো দল থাকবে তা এখনও নিশ্চিত নয়। আজকের ম্য়াচের পর তা হয়ত কিছুটা আন্দাজ পাওয়া যাবে। কারণ পাঞ্জাবের ঝুলিতে রয়েছে ১৭ পয়েন্ট। অন্যদিকে মুম্বইয়ের ঝুলিতে রয়েছে ১৬ পয়েন্ট। যদি পাঞ্জাব আজ জেতে তাহলে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে চলে যাবে। আর মুম্বই জিতলেও আজ প্রথম দুইয়ে উঠে আসবে। যদিও আগামীকাল আরসিবি ম্য়াচ জিতলে আবার সমীকরণ বদলে যাবে।