জয়পুর: একটা দল এবারের টুর্নামেন্টে প্লে অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে। আর দ্বিতীয় দলটি প্রথমবার আইপিএলের ইতিহাসে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে। এখনও প্লে অফের টিকিট নিশ্চিত না হলেও এই দৌড়ে ভীষণভাবে রয়েছে পাঞ্জাব কিংস। ঝুলিতে ১৫ পয়েন্ট পুরে পয়েন্ট টেবিলে তিন নম্বরে থাকা পাঞ্জাব কিংস আজ খেলতে নামবে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। আইপিএল স্থগিত হওয়ার আগে শেষ ম্য়াচটিতেও পাঞ্জাবই খেলতে নেমেছিল। দিল্লি ক্য়াপিটালসের বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠে সেই ম্য়াচে অবশ্য় পুরো পয়েন্ট ঘরে তুলতে পারেনি শ্রেয়স বাহিনী। কারণ ম্য়াচ পরিত্যক্ত ঘোষণা করে দেওয়া হয়েছিল। সেই হিসেবে এখনও তিনটি ম্য়াচ বাকি রয়েছে তাঁদের। যার দুটো জিতলেই প্লে অফ নিশ্চিত। 

আজ আইপিএলে কোন দুটো দল মুখোমুখি হবে?

আইপিএলে ম্যাচে রাজস্থান রয়্যালস ও পাঞ্জাব কিংস ২২ গজে একে অপরের বিরুদ্ধে খেলতে নামবে।

কোথায় খেলা হবে রাজস্থান বনাম পাঞ্জাব কিংস দ্বৈরথ?

রাজস্থান রয়্যালস তাঁদের ঘরের মাঠ জয়পুরের সোয়াই মানসিংহ স্টেডিয়ামে আজ এই ম্য়াচ খেলতে নামবে।

কখন শুরু হবে রাজস্থান রয়্যালস বনাম পাঞ্জাব কিংসের লড়াই?

আজ ১৮ মে, রবিবার খেলা শুরু হবে বিকেল ৩.৩০ এ, টস হবে তার ৩০ মিনিট আগে অর্থাৎ বিকেল ৩টে-র সময়।

কোথায় দেখবেন রাজস্থান রয়্যালস বনাম পাঞ্জাব কিংস ম্যাচ?

আইপিএলে পঞ্জাব কিংস বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচটি দেখতে পাওয়া যাবে জিও স্টার নেটওয়ার্কে।

অনলাইনে কীভাবে দেখবেন এই খেলা?

টিভির সামনে বসার সুযোগ না থাকলেও কিন্তু চিন্তা নেই। জিও স্টার অ্যাপ এবং ওয়েবসাইটে দেখা যাবে রাজস্থান রয়্যালস বনাম পাঞ্জাব কিংস ম্য়াচ।

এবারের আইপিএলে এখনও পর্যন্ত চারটি দল প্লে অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে। গতকাল আরসিবির বিরুদ্ধএ কেকেআর ম্য়াচ বৃষ্টির জন্য ভেস্তে যাওয়ার সঙ্গে সঙ্গে অজিঙ্ক রাহানের দলওএ ছিটকে গিয়েছে দৌড় থেকে। তার আগে চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালস প্লে অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে। এখনও পর্যন্ত যারা টুর্নামেন্টে প্লে অফের দৌড়ে আর নেই প্রত্যেকটি দলই কিন্তু এক বা তার বেশিবার আইপিএল খেতাব জিতেছে। আর প্লে অফের দৌড়ে থাকা দিল্লি ক্যাপিটালস, আরসিবি, পাঞ্জাব কিংসর এখনও পর্যন্ত টুর্নামেন্টে জিততে পারেনি। এবার কি তবে নতুন কোনও দল ট্রফি জিতব? উত্তর সময়ই দেবে।