বেঙ্গালুরু: অধিনায়ক হিসেবে শুরুটা দারুণ করেছিলেন। তাঁর নেতৃত্বে আরসিবি একের পর এক ম্য়াচ জিতেছে এই মরশুমে শুরুর দিকে। কিন্তু হঠাৎ করেই গত কয়েকটি ম্য়াচে তাল কেটেছে। গতকাল শুক্রবার তো ঘরের মাঠ চিন্নাস্বামীতে ব্যাটিং অর্ডার তাসের ঘরের মত ভেঙে পড়েছে। অবশ্য দল হারলেও নিজে ব্যাট হাতে ১৮ বলে ২৩ রানের ইনিংস খেলেছিলেন আরসিবি অধিনায়ক রজত পাতিদার (Rajat Paridar)। আর তার সঙ্গে সঙ্গেই রেকর্ডও গড়ে ফেলেছেন ডানহাতি এই তরুণ ব্যাটার। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) হয়ে আইপিএলে (IPL) ১০০০ রান পূরণ করলেন রজত। এই ফ্র্যাঞ্চাইজির জার্সিতে এর আগে আর মাত্র দুজন ভারতীয় হাজার রান পূরণ করেছিলেন। তাঁরা হলেন বিরাট কোহলি ও দেবদত্ত পড়িক্কল। বিরাটের ঝুলিতে ২৫৯ ম্য়াচে ৮২৫৩ রান। যা আইপিএলের ইতিহাসেও সর্বাধিক রান। আর দেবদত্ত এই ফ্র্যাঞ্জাইজির জার্সিতে ৩৫ ম্য়াচে ১০০৩ রান করেছেন। রজতের ঝুলিতে ৩৪ ম্য়াচে ১০০১ রান।
২০২১ সালে লুভনিথ সিসোদিয়ার পরিবর্ত হিসেবে আরসিবি শিবিরে যোগ দিয়েছিলেন রজত পাতিদার। এরপর থেকে আর ঘুরে তাকাতে হয়নি। দলের নির্ভরযোগ্য সদস্য হওয়া থেকে শুরু করে এই মুহূর্তে দলের অধিনায়কও রজত।
আইপিএলের ইতিহাসে দ্বিতীয় ভারতীয় হিসেবে দ্রুততম হাজার রানের মাইলস্টোনও পূরণ করে ফেলেছেন রজত পাতিদার। এই তালিকায় তিনি টেক্কা দিয়েছেন কিংবদন্তি সচিন তেন্ডুলকর, তিলক বর্মা, রুতুরাজ গায়কোয়াডকে। রজত ৩০ ইনিংসে ১০০০ রান পূরণ করলেন। শীর্ষে আছেন এই তালিকায় গুজরাত টাইটান্সের সাই সুদর্শন। তিনি ২৫ ইনিংসে এই মাইলস্টোন ছুঁয়েছিলেন।
এদিকে, চিন্নাস্বামীতে লজ্জার রেকর্ড গড়ল আরসিবি। এতদিন ঘরের মাঠে সবচেয়ে বেশি ম্যাচ হারের রেকর্ড ছিল দিল্লির দখলে। অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালস ৪৫টি ম্যাচ হেরেছিল। সেটিই ছিল এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে কোনও দলের সবচেয়ে বেশি হোমগ্রাউন্ডে ম্য়াচ হারার রেকর্ড। কিন্তু শুক্রবার পাঞ্জাবের বিরুদ্ধে হারের সঙ্গে সঙ্গে সেই রেকর্ডের মালিক এখন রয়্যাল চ্য়ালেঞ্জার্স বেঙ্গালুরু। নিজেদের ঘরের মাঠ চিন্নাস্বামীতে এই নিয়ে ৪৬ তম ম্য়াচ হারল বিরাট বাহিনী। এই হারের সঙ্গে সঙ্গে আরসিবি ৭ ম্য়াচে ঝুলিতে ৮ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে চার নম্বর পজিশনে নেমে গিয়েছে পয়েন্ট টেবিলে।
আরও পড়ুন: ঘরের মাঠে দিল্লির বিরুদ্ধে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন গিল