মুম্বই: দু-দিন আগেই বৈভব সূর্যবংশীর আইপিএল অভিষেক নিয়ে বিস্তর আলোচনা হয়েছিল। মাত্র ১৪ বছর বয়সে সর্বকনিষ্ঠ প্লেয়ার হিসেবে আইপিএলে অভিষেক করেছিলেন বিহারের এই কিশোর। দু-দিন পরে আরও এক কিশোর প্লেয়ারের আইপিএল অভিষেক আলোড়ন ফেলে দিয়েছে। ১৭ বছরের আয়ুশ মাথরে। চেন্নাই সুপার কিংসের জার্সিতে আইপিএলে অভিষেক হয়েছিল আয়ুশের। দল হারলেও ব্যাট হাতে নজর কেড়েছেন আয়ুশ। ১৫ বলে ৩২ রানের ইনিংস খেলেন তিনি। নিজের ইনিংসে চারটি বাউন্ডারি ও দুটো ছক্কা হাঁকায় সে। ম্য়াচ চেন্নাই হারলেও আয়ুশ মাথরের ব্যাটিংয়ে মজেছেন ভারতের টি-টোয়েন্টি ফর্ম্য়াটে জাতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব।
সূর্যকুমার বলেন, ''আমার মনে হয় আয়ুশ খুব ভাল ছেলে। গত দু বছর ধরে খুব কাছ থেকে দেখেছি ওকে আমি। যেভাবে নিজেকে গড়ে তুলেছে, যেভাবে প্রস্তুতি সেরেছে, পরিশ্রম করেছে, যা ওর জীবনের খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। ও খেলার প্রতি ভীষণ সৎ থাকে। প্রথমে অনুশীলনে আসা থেকে শুরু করে সবার শেষে মাঠ থেকে বেরনো। এগুলো একজন ক্রিকেটারের জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ। ও অনেক দূর যাবে, এটুকু আমি জানি। একটা কথাই বলতে চাই, নিজের খেলার প্রতি সৎ থাকতে। খেলাটা উপভোগ করো, ভালবাসো।''
রবিবারের ম্য়াচে চেন্নাইয়ের বিরুদ্ধে ১৭৭ রান তাড়া করতে নেমেছিল মুম্বই ইন্ডিয়ান্স। ম্য়াচে ৭৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন রোহিত। নিজের ইনিংসে ৬টি ছক্কা ও ৪টি বাউনড্ারি হাঁকান তিনি। ১৬৯-স্ট্রাইক রেটে ব্য়াটিং করছিলেন রোহিত। নিজের ২৬৪তম আইপিএল ম্য়াচ খেলতে নেমে ২০ তম বার ম্য়াচের সেরা নির্বাচিত হলেন রোহিত শর্মা। এই চুর্নামেন্টের ইতিহাসে যা যে কোনও ক্রিকেটারের সর্বাধিক। এখনও পর্যন্ত বিরাট ২৬০টি আইপিএল ম্য়াচ খেলে ১৯ বার ম্য়াচের সেরা নির্বাচিত হয়েছেন। সিএসকে অধিনায়ক ধোনি ও প্রাক্তন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার ১৮ বার আইপিএলে ম্য়াচের সেরা নির্বাচিত হয়েছেন।
শুরু থেকেই এদিন মুম্বই ওপেনাররা বিধ্বংসী ফর্মে ছিলেন। পাওয়ার প্লেতেই রায়ান রিকেলটন ও রোহিত মিলে কোনও উইকেট না হারিয়েই দলের হয়ে ৬২ রান যোগ করে ফেলেন। তবে ব্যাটে অর্ধশতরান হাঁকানোর পর বল হাতেও সিএসকের হয়ে প্রথম সাফল্য এনে দেন রবীন্দ্র জাডেজা। নিজের প্রথম ওভারেই ২৪ রানে রিকেলটনকে ফেরান তিনি। তবে তাতে মুম্বই ইনিংসের ওপর কোনও প্রভাব পড়েনি।