মুম্বই: বিরাট কোহলিকে টেক্কা দিলেন রোহিত শর্মা। আইপিএলে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে গতকাল রবিবার দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। আর সেই ম্য়াচে ৪৫ বলে অপরাজিত ৭৬ রানের ইনিংস খেলেছিলেন হিটম্য়ান। আর সেই ইনিংস খেলার সুবাদে মুম্বইও হেসেখেলে জয় ছিনিয়ে নিয়ে হলুদ ব্রিগেডের সামনে। ম্য়াচের সেরাও নির্বাচিত হয়েছিলেন রোহিত। আর এখানেই বিরাটকে টেক্কা দিলেন হিটম্য়ান। আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশিবার ম্য়াচের সেরার পুরস্কার এখন রোহিতেরই ঝুলিতে।

চেন্নাইয়ের বিরুদ্ধে ১৭৭ রান তাড়া করতে নেমেছিল মুম্বই ইন্ডিয়ান্স। ম্য়াচে ৭৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন রোহিত। নিজের ইনিংসে ৬টি ছক্কা ও ৪টি বাউনড্ারি হাঁকান তিনি। ১৬৯-স্ট্রাইক রেটে ব্য়াটিং করছিলেন রোহিত। নিজের ২৬৪তম আইপিএল ম্য়াচ খেলতে নেমে ২০ তম বার ম্য়াচের সেরা নির্বাচিত হলেন রোহিত শর্মা। এই চুর্নামেন্টের ইতিহাসে যা যে কোনও ক্রিকেটারের সর্বাধিক। এখনও পর্যন্ত বিরাট ২৬০টি আইপিএল ম্য়াচ খেলে ১৯ বার ম্য়াচের সেরা নির্বাচিত হয়েছেন। সিএসকে অধিনায়ক ধোনি ও প্রাক্তন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার ১৮ বার আইপিএলে ম্য়াচের সেরা নির্বাচিত হয়েছেন।  

রবিবার চেন্নাইয়ের বিরুদ্ধে ১৭৭ রানের লক্ষ্য ওয়াংখেড়ের এই পিচে খুব একটা সহজ ছিল না। তবে সিএসকে বোলারদের নিয়ে কার্যত ছেলেখেলা করলেন রোহিত ও সূর্য। ভারতীয় অধিনায়ক রোহিত এর আগেও বেশ কয়েকটি ম্যাচে শুরুটা ভাল করছিলেন। তবে বড় রান পাচ্ছিলেন না তিনি। অবশেষে তিনি রান পেলেন। মরশুমের প্রথম অর্ধশতরান এল তাঁর ব্যাট থেকে এবং তাতেই হেলায় জয় পেল পল্টনরা। তিন বছর ও পাঁচ ম্যাচ পরে সিএসকেকে হারাল মুম্বই।

শুরু থেকেই এদিন মুম্বই ওপেনাররা বিধ্বংসী ফর্মে ছিলেন। পাওয়ার প্লেতেই রায়ান রিকেলটন ও রোহিত মিলে কোনও উইকেট না হারিয়েই দলের হয়ে ৬২ রান যোগ করে ফেলেন। তবে ব্যাটে অর্ধশতরান হাঁকানোর পর বল হাতেও সিএসকের হয়ে প্রথম সাফল্য এনে দেন রবীন্দ্র জাডেজা। নিজের প্রথম ওভারেই ২৪ রানে রিকেলটনকে ফেরান তিনি। তবে তাতে মুম্বই ইনিংসের ওপর কোনও প্রভাব পড়েনি। 

বিধ্বংসী মেজাজে রোহিত ও সূর্যকুমার মুম্বই ইন্ডিয়ান্সকে জয়ের পথে এগিয়ে নিয়ে যান। ৩৩ বলে রোহিত নিজের অর্ধশতরান পূরণ করেন। আর সূর্য তো এদিন স্পিনারদের বিরুদ্ধে স্যুইপ মেরে মেরে তাঁদের থিতু হওয়ার সময়ই দিলেন না। ২৬ বলে তিনি অর্ধশতরান পূরণ করেন। তাঁদের ১১৪ রানের পার্টনারশিপে মুম্বই ইন্ডিয়ান্সের জয়ও সুনিশ্চিত হয়।