কলকাতা: আগামী মরশুমে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) কোচ হিসেবে দেখা যেতে পারে অভিষেক নায়ারকে (Abhishek Nayar)। ইন্ডিয়ার এক্সপ্রেসে প্রকাশিত খবর যদি সত্যি হয়, তাহলে নতুন মরশুমে রিঙ্কু, নারাই, রাসেলদের ডাগ আউটে ফের দেখা যেতে পারে নায়ারকে। বেশ কয়েক বছর ধরেই কেকেআরের সাপোর্ট স্টাফ হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন অভিষেক। গম্ভীর জাতীয় দলের কোচ হওয়ার পর অভিষেককেও নিযুক্ত করা হয় সহকারী কোচ হিসেবে। ভারতীয় দলে কোচ হিসেবে সফরটা খুব একটা সুখের হয়নি। গত আইপিএল মরশুমে ফের ফিরে আসেন কেকেআর শিবিরে। চন্দ্রকান্ত পণ্ডিত কোচ থাকলেও ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব সামলেছিলেন নায়ার। এবার হেডকোচের পদে দেখা যাবে হয়ত তাঁকে। 

Continues below advertisement

গত মরশুমে রাহানের নেতৃত্বে খেলেছিলেন কেকেআর। কিন্তু একেবারেই ভাল পারফর্ম করতে পারেনি দল। পয়েন্ট টেবিলে একেবারে নীচের দিকে জায়গা করেছিল তারা। কানাঘুষো শোনা যাচ্ছিল যে কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে অনেক ক্রিকেটারের মনোমালিন্য দেখা গিয়েছে। তার জন্য়ই দলে ভাঙনও ধরা পড়েছিল। এরপরই চন্দ্রকান্ত পণ্ডিতকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয় গত জুলাইয়ে। তাঁর কোচিংয়েই ২০২৪ মরশুমে কেকেআর আইপিএল জিতেছিল। 

কেকেআরের প্লেয়ার তৈরির যে পাঠশালা সেখানে অভিষেক বেশ পরিচিত মুখ। নাইটদের ক্যাম্পে প্রচুর তরুণ প্লেয়াররা অভিষেকের তত্বাবধানে সারা বছর প্র্যাক্টিস সারেন। প্লেয়ারদের সঙ্গে তাঁর সম্পর্কও বেশ ভাল। এমনকী রোহিত শর্মার বিশেষ বন্ধুও অভিষেক। গত মরশুমে উইমেন্স প্রিমিয়ার লিগে ইউপি ওয়ারিয়র্সের হেডকোচ হিসেবেও দায়িত্ব সামলাছেন অভিষেক। 

Continues below advertisement

উল্লেখ্য, নতুন মরশুমের আগে ঢালাও করে দল সাজাতে চাইছে কেকেআরআইপিএলের ট্রেড উইন্ডো বর্তমানে খোলা। নিলামের সপ্তাহখানেক আগে পর্যন্ত এই উইন্ডো খোলা থাকবে। এই উইন্ডোতে সঞ্জু স্যামসনের বড় তারকার দলবদলের খবর শোনা গেলেও, এখনও সরকারিভাবে কিছুই হয়নি। এই উইন্ডোতেই কেকেআর এক তারকাকে দলে নিতে মরিয়া। তিনি কেএল রাহুলTOI-র রিপোর্ট অনুযায়ী দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটারকে কেকেআর দলে পেতে নাকি তারকা অলরাউন্ডার, তথা বহু যুদ্ধের ঘোড়া রাসেলকেও ছেড়ে দিতে আগ্রহী। গত মরশুমে কেকেআর একাধিক সমস্যার সমাধান করতে পারেন রাহুল। তিনি টপ অর্ডারে ব্যাট করার পাশাপাশি কিপিংয়ের দায়িত্ব পালন করতে পারেন। পাশাপাশি রাহুল অতীতে একাধিক আইপিএল দলকে নেতৃত্ব দিয়েছেন। সেই কারণে তিনি কেকেআরের পরবর্তী অধিনায়ক পর্যন্ত হতে পারেন।