জয়পুর: গত মরশুমের পরই রাজস্থান রয়্যালসের কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন রাহুল দ্রাবিড়। এবার নতুন মরশুম শুরুর আগেই রাজস্থানের কোচ হিসেবে নিযুক্ত করা হল কুমার সাঙ্গাকারাকে। শ্রীলঙ্কা ক্রিকেটের কিংবদন্তি এতদিন ছিলেন রাজস্থান রয়্যালস দলের টিম ডিরেক্টর। ২০২১-২০২৪ সাল পর্যন্ত কোচের পদে আসীন ছিলেন সাঙ্কা। গত মরশুমেই তাঁকে টিম ডিরেক্টর হিসেবে নিযুক্ত করা হয়। আবার এক মরশুম পরেই এবার নতুন আইপিএল ২০২৬ এর আগে রাজস্থান শিবিরের হেডকোচের দায়িত্বে দেখা যাবে সাঙ্গাকে। 

Continues below advertisement

সাঙ্গাকে নতুন দায়িত্বে আসীন করার পর রয়্যালসের মালিক ফ্র্যাঞ্চাইজির মালিক মনোজ বাদালে জানিয়েছেন, ''কুমারকে সাঙ্গাকারাকে কোচের পদে ফিরিয়ে আমরা উচ্ছ্বসিত৷ এই মুহূর্তে দলের কাকে প্রয়োজন সে ব্য়াপারে পর্যালোচনার পর চেনা মুখের ওপরই আস্থা রাখার সিদ্ধান্ত নিয়েছি আমরা৷ তাঁর নেতৃত্বদানের ক্ষমতা এবং রয়্য়ালস সংস্কৃতির সঙ্গে বোঝাপড়া ও স্থিতিশীলতার মধ্যে দলে ভারসাম্য আনবে বলেই আমাদের বিশ্বাস৷"

অন্য়দিকে নতুন দায়িত্ব পাওয়ার পর কুমার সাঙ্গাকারা বলছেন, ''রাজস্থান রয়্যালসের মত দুর্দান্ত একটা দলের হেডকোচ হিসেবে ফের ফিরতে পেরে সম্মানিত বোধ করছি। এমন প্রতিভাবান একটা দলের সঙ্গে ফের কাজ করতে পেরে খুশি হচ্ছি।''

Continues below advertisement

 

 

উল্লেখ্য, গত শনিবার স্যামসনকে ট্রেডের মাধ্যমে দলে নেওয়ার খবর সরকারিভাবে সিএসকের তরফে জানানো হয়েছেস্যামসন ২০২১ সাল থেকে রাজস্থান রয়্যালসকে নেতৃত্ব দিয়েছেনঅপরদিকে, গত মরশুমে রুতুরাজ গায়কোয়াড় চোট পেয়ে ছিটকে যাওয়ায় মহেন্দ্র সিংহ ধোনিকে পুনরায় হলুদ ব্রিগেডের নেতৃত্ব দিতে দেখা যায়। পরের মরশুমে কি রুতুই অধিনায়ক থাকবেন না মাহি বা স্যামসন কেউ দলকে নেতৃত্ব দেবেন, উঠছিল প্রশ্ন। আজই কিন্তু এক পোস্টের মাধ্যমে সিএসকের তরফে পরবর্তী মরশুমে দলকে কে নেতৃত্ব দেবেন, তা স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছেসিএসকের তরফে সোশ্যাল মিডিয়ায় লেখা হয়, 'আমাদের নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে চল, অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়।''

দীর্ঘ সময় রয়্যালসের হয়ে অধিনায়কত্ব করেছেন স্যামসন। অনেকেই তাঁকে মহেন্দ্র সিংহ ধোনির উত্তরসূরি মনে করছেন। জল্পনা ছিল স্যামসনকে হয়তো নতুন মরশুমে নতুন ফ্র্যাঞ্চাইজির হয়েও অধিনায়কত্ব করতে দেখা যেতে পারে। এবার এই অধিনায়কত্ব নিয়ে আপডেট দিল সিএসকে।