জয়পুর: ভারত-পাকিস্তান যুদ্ধকালিন পরিস্থিতির পর আইপিএলের সূচিতে অনেক বদল এসেছে। পরিবর্তিত নতুন সূচিতে ভেন্য়ুর সংখ্যা কমিয়ে আনা হয়েছে। কয়েকটি নির্দিষ্ট ভেন্যুতেই খেলা হচ্ছে। এই পরিস্থিতিতে আজ পাঞ্জাব কিংস তাঁদের হোম ম্য়াচ খেলতে নামছে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। একেবারে নতুন মাঠে পাঞ্জাবের হোম ম্য়াচ। প্লে অফের টিকিট নিশ্চিত হলেও আজ দিল্লি ও এরপর মুম্বই এই দুটো ম্য়াচেই জিততে মরিয়া শ্রেয়স বাহিনী। কারণ পয়েন্ট টেবিলের প্রথম দুইয়ে থাকার লড়াই।
আজ আইপিএলে কোন দুটো দল মুখোমুখি হবে?
কোথায় খেলা হবে পঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালসের দ্বৈরথ?
পঞ্জাব কিংস তাঁদের এই হোমম্য়াচ খেলতে নামবে জয়পুরের সোয়াই মানসিংহ স্টেডিয়ামে।
কখন শুরু হবে পঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালসের লড়াই?
২৪ মে, শনিবার খেলা শুরু হবে সন্ধে ৭.৩০ টায়, টস হবে তার ৩০ মিনিট আগে অর্থাৎ সন্ধে সাতটায়।
কোথায় দেখবেন পঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচ?
আইপিএলে পঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচটি দেখতে পাওয়া যাবে জিও স্টার নেটওয়ার্কে।
অনলাইনে কীভাবে দেখবেন এই খেলা?
টিভির সামনে বসার সুযোগ না থাকলেও কিন্তু চিন্তা নেই। জিও স্টার অ্যাপ এবং ওয়েবসাইটে দেখা যাবে পঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচ।
হেড-টু-হেড
পাঞ্জাব ও দিল্লির ফ্র্যাঞ্চাইজি আইপিএলের মঞ্চে মোট ৩৩ ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে। অতীত পরিসংখ্যান কিন্তু একেবারে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত করছে। পাঞ্জাব কিংস যেখানে এই মুখোমুখি লড়াইয়ে ১৭টি ম্যাচ জিতেছে, সেখানে রাজধানীর ফ্র্যাঞ্চাইজি ১৬টি ম্যাচে জয়ের হাসি হেসেছে।
পাঞ্জাব কিংস তাদের আইপিএলে গত ১০ বছরের ইতিহাসে সেরা পারফরম্য়ান্স করছে এবার। শ্রেয়স আইয়ারের নেতৃত্বে গত মরশুমে কেকেআর চ্যাম্পিয়ন হয়েছিল। তাঁকে ছেড়ে দেওয়ার পর নিলাম থেকে পাঞ্জাব দলে নিয়েছিল। আর সেই শ্রেয়সের নেতৃত্বেই এবার পাঞ্জাবও প্লে অফে প্রবেশ করেছে। এবার খেতাব জয়েরও অন্যতম দাবিদার এই দলটি।
আরও পড়ুন: চার নম্বর পজিশনে বিরাটের অভাব মেটানোর দায়িত্ব করুণকেই দিয়ে দিলেন আগরকর