Continues below advertisement

আবুধাবি: আইপিএলের নিলামের সবচেয়ে দামি ২ ক্রিকেটারকেই তুলে নিল কেকেআর (KKR)প্রথমে ২৫ কোটি ২০ লক্ষ টাকায় ক্যামেরন গ্রিনকে দলে নিয়েছিল নাইট রাইডার্স। এরপর শ্রীলঙ্কার তরুণ পেসার মাথিসা পাথিরানাকে ১৮ কোটি টাকার বিনিময়ে দলে নিল কেকেআর। নতুন ফ্র্যাঞ্চাইজিতে এলেও পাথিরানা পাবেন তাঁর সিএসকে দলের একসময়ের সতীর্থ ডোয়েন ব্র্যাভোকে। কেকেআরে মেন্টর হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন ব্র্যাভো। অন্য়দিকে বোলিং কোচ হিসেবে পাবেন প্রাক্তন কিউয়ি তারকা টিম সাউদিকে।

চেন্নাই শিবিরে কয়েক মরশুম থাকার পর এবার কেকেআরের জার্সিত খেলবেন শ্রীলঙ্কার পেসার। সোশ্য়াল মিডিয়ায় নিজের অনূভূতির কথা বলতে গিয়ে পাথিরানা বলেন, ''কেকেআর সমর্থকদের জন্য মাঠে নামব গোলাপি-বেগুনি রংয়ের জার্সিতে। কেকেআরের জার্সিতে খেলার জন্য মুখিয়ে রয়েছি। আর সবচেয়ে বেশি উত্তেজিত আমি যে ডোয়েন ব্র্যাভোর সঙ্গে ফের একবার কাজ করতে পারব।''

Continues below advertisement

অনেকেই নিলামে থাকা বোলারদের মধ্যে মাথিশা পাথিরানাকে সেরা ফাস্ট বোলিং বিকল্প হিসাবে মনে করছিলেন। সেই পাথিরানাকেই এবার দলে নিল নাইট রাইডার্স। লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে কড়া দর কষাকষির পর পাথিরানাকে ১৮ কোটি টাকার বিনিময়ে দলে নিয়েছে নাইট বাহিনী। আইপিএলের নিলামের ইতিহাসে কোনও শ্রীলঙ্কান ক্রিকেটারের জন্য এটাই সর্বকালের সর্বাধিক দাম। ওয়ানিন্দু হাসারাঙ্গার রেকর্ড ভেঙে দিলেন পাথিরানা। বর্তমানে পাথিরানা বেশ ভাল ছন্দেও রয়েছেন। গতকালই আইএলটি-টোয়েন্টিতে পাওয়ার প্লেতে মেডেন উইকেটসহ চার ওভারে ম্যাচ জেতানো তিন উইকেট নেন তিনি। নাইট ম্য়ানেজমেন্ট কিন্তু আসন্ন আইপিএলেও পাথিরানার থেকে এমনই পারফরম্যান্সের আশা করবে। আইপিএলে ২২ বছর বয়সি তারকা ফাস্ট বোলার ৩২ ম্যাচ খেলে ৪৭টি উইকেটও নিয়েছেন। তাঁকে সিএসকে ছেড়ে দেওয়ায় অনেকেই খানিকটা অবাক হয়েছিলেন। এবার তাঁকে দলে নিয়ে নিল কেকেআর

উল্লেখ্য়, প্রসঙ্গত, এবারের আইপিএলের মিনি নিলামে আইপিএলের দশ ফ্র্যাঞ্চাইজির মধ্যে সর্বাধিক ৭৭টি খেলোয়াড়কে নেওয়ার জায়গা রয়েছে। এর মধ্যে ৩১ জন বিদেশি ক্রিকেটার দলে যুক্ত হতে পারেন। নিলামে সর্বাধিক দুই কোটির বেসপ্রাইসে মোট ৪০ জন ক্রিকেটার রয়েছেন। প্রাথমিকভাবে আইপিএল নিলামে নাম দেওয়া ১৩৯০ জনের মধ্যে থেকে ৩৫০ জনকে নিলামের জন্য বেছে নেওয়া হয়েছিল। এঁদের মধ্যে ২৪০ জন ভারতীয় ক্রিকেটার এবং ১১০ জন বিদেশি ক্রিকেটার ছিলেন। ২৪০ জন ভারতীয়র মধ্যে ২২৪ জনই আনপক্যাপড। তবে ১১০ জন বিদেশি ক্রিকেটারদের মধ্যে মাত্র ১৪ জন আনপক্যাপড ক্রিকেটারকে আইপিএল নিলামের জন্য বাছাই করা হয়েছিল।