দুবাই: টি-টোয়েন্টি বিশ্বকাপেই কি ভারত অধিনায়ক হিসাবে প্রথম ট্রফি জিতবেন বিরাট কোহলি?


২৪ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিরাট বাহিনী আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিযান শুরু করবে। এই বিশ্বকাপে অনেকেই ভারতকে ফেভারিট হিসেবেই চিহ্নিত করেছেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ও মনে করেন যে, বিশ্বকাপ জিততে পারে ভারত। তবে বিরাটের দলকে পরিণতিবোধ দেখাতে হবে বলে মত তাঁর।


আইপিএলের ফাইনাল উপলক্ষে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে উপস্থিত হয়েছিলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। ফাইনাল শেষের পরে চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির হাতে আইপিএলের ট্রফি তুলে দেন সৌরভ। এরপরেই টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং তাতে ভারতের সম্ভাবনার কথা বলতে গিয়ে সৌরভ বলেন, 'সহজে কিছু জেতা যায় না। একটা টুর্নামেন্টে আপনি নেমেই শুধু চ্যাম্পিয়ন হবেন না। একটি পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হয় চ্যাম্পিয়ন হতে গেলে।' সৌরভ যোগ করেন, 'যে কোনও টুর্নামেন্ট জিততে গেলে আপনাকে পরিপক্কতার পরিচয় দিতে হবে। ভারতীয় দলের কাছে প্রতিভার অভাব নেই। প্রত্যেকের রান করার বা উইকেট নেওয়ার ক্ষমতা রয়েছে। মানসিকভাবে তারা একটু ভাল জায়গায় থাকতে পারলেই বিশ্বকাপ জিততে পারবে।'


আরও পড়ুন: মাঠের বন্ধু, রাজনীতির প্রতিপক্ষ, পুজোয় মনোজ-দিন্দা সময় কাটালেন একসঙ্গে, খেলেন ভোগ


পাশাপাশি শুরু থেকেই ট্রফি জয়ের ভাবনা দূরে সরিয়ে রেখে খেলার পরামর্শ দিয়েছেন সৌরভ। তিনি বলেন, 'ফাইনাল খেলা শেষ হলে তবেই তো কাপ জয়। তার আগে অনেক ক্রিকেট খেলা বাকি। আমি মনে করি, ভারতের উচিত অনেক দূরের কথা না ভেবে প্রতিটি ম্যাচ ধরে ধরে লক্ষ্য স্থির রাখা। প্রতিটি ম্যাচ জেতার লক্ষ্য নিয়ে ধাপে ধাপে এগোতে হবে। ভাবনা এমনটাই হওয়া উচিত। শুরু থেকেই কাপ জেতার কথা মাথায় রাখা চলবে না। ঠাণ্ডা মাথায় গোটা পদ্ধতিতে মনোনিবেশ করাই ভাল। ফলাফলের কথা মাথায় রাখা উচিত নয়। বিশ্বকাপ জিততে এসেছি এমন ভাবনা নিয়ে ব্যাটিং করতে গেলে সেটা ঠিক পথ নয়, গোটা প্রক্রিয়াটি তাতে কঠিন হয়ে যায়।'