নয়াদিল্লি: আইপিএলে জোড়া হারের গ্লানি। রাজস্থান রয়্যালয়ের পর দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আরও বড় রানের ব্যবধানে হেরেছে মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস। এরপরই সিএসকে শিবিরকে ট্রোল করেছেন ভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সহবাগ। সোশ্যাল মিডিয়ার তার কটাক্ষ পরের বার যেন গ্লুকোজ খেয়ে নামে ক্যাপ্টেন কুল-এর বাহিনী।


রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ধোনির ব্যাটিং অর্ডার নিয়ে প্রশ্ন উঠেছিল। কেন তিনি সাত নম্বরে মাঠে নামলেন সে প্রশ্ন তুলে সরব হয়েছিলেন সহবাগ। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচেও প্রশ্নের মুখে সিএসকে-র ব্যাটিং অর্ডার। দিল্লির ১৭৬ রান তাড়া করতে নেমে ২০ ওভারে ১৩১ রানে শেষ হয়ে যায় সিএসকে-র ইনিংস। ধোনি কেন ছয় নম্বরে মাঠে নামলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে ফের। আরও আগে নামলে নিজেকে গুছিয়ে নিয়ে বড় রান তোলার সুযোগ পেতেন চেন্নাই অধিনায়ক। কিন্তু কেন এবার সঠিক সময়ে হাল ধরার চেষ্টা করলেন না ক্যাপ্টেন কুল, তা নিয়ে প্রশ্ন থাকছে। ফলে আইপিএলের ১৩ তম সিজনে শোচনীয় জায়গায় ধোনি ব্রিগেড। তিন ম্যাচে তাদের পয়েন্ট মাত্র দুই।

স্লো রান রেটের জন্য ধোনি শিবিরকে ট্রোল করেছেন বীরেন্দ্র সহবাগ। তাঁর কথায়, "সামনের ম্যাচ থেকে ব্যাটিং করতে যাওয়ার আগে সিএসকে-র ব্যাটসম্যানরা যেন গ্লুকোজ খেয়ে নামে।"