আবুধাবি মাঠে অখেলোয়াড়সুলভ আচরণ। সতর্ক করা হল হার্দিক পান্ড্য ও ক্রিস মরিসকে। মুম্বই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচের মাঝে ঘটনাটি ঘটে।


ম্যাচের ১৯ তম ওভারে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন হার্দিক-মরিস। ওভারের প্রথম তিনটি বলে সিঙ্গলের পর চতুর্থ বলে হেলিকপ্টার শটে মরিসের বলে ছক্কা হাঁকান হার্দিক। তার ঠিক পরের বলেই অবশ্য মারতে গিয়ে বাউন্ডারি লাইনে মহম্মদ সিরাজের হাতে ধরা পড়ে যান। যার পরই সাজঘরে ফেরার পথে দেখা যায় মরিসের সঙ্গে কথার যুদ্ধে জড়িয়ে পড়েছেন হার্দিক।


এই ঘটনার ভিত্তিতে আম্পায়ারদের দেওয়া রিপোর্টের দেখে ম্যাচ রেফারি তাঁর সিদ্ধান্ত জানিয়েছেন। আইপিএল কর্তৃপক্ষের পক্ষ থেকে যে ঘটনার জেরে দুই ক্রিকেটারকেই লেভেল ওয়ান অফেন্সের দায়ে অভিযুক্ত করা হয়েছে। আচরণবিধির ২.৫ ধারা অনুযায়ী মরিস ও ২.২০ ধারা মেনে হার্দিককে সতর্ক করে দেওয়া হয়েছে।