মুম্বই: আইপিএল কবে হবে, আদৌ হবে কি না, হলে কোথায় হবে, তা নিয়ে দীর্ঘ জল্পনা চলছিল। টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে যাওয়ার পর দেশের সেরা টি-টোয়েন্টি টুর্নামেন্ট হওয়ার আশা উজ্জ্বলতর হয়েছিল। আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ পটেল সংবাদসংস্থাকে জানিয়েছিলেন, টুর্নামেন্ট হলে আরব আমিরশাহিই দৌড়ে এগিয়ে।
সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে আইপিএল। খেলা হবে আরব আমিরশাহিতেই। চলতি সপ্তাহেই আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠক। সূত্রের খবর, ১৯ সেপ্টেম্বর টুর্নামেন্ট শুরু করতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
প্রাথমিকভাবে ২৬ সেপ্টেম্বর টুর্নামেন্ট শুরু করার কথা ভেবেছিলেন বোর্ড কর্তারা। পরে অবশ্য টুর্নামেন্ট আরও এক সপ্তাহ এগিয়ে আনার কথা ভাবা হচ্ছে। যাতে ডিসেম্বরে অস্ট্রেলিয়া সফরের আগে ভারতীয় ক্রিকেটারেরা বিশ্রাম ও প্রস্তুতির পর্যাপ্ত সময় পান।
সোমবারই বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি জানিয়েছে যে, করোনার প্রকোপের জন্য এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে না। পরের বছর হবে সেই টুর্নামেন্ট। তারপর থেকেই আইপিএল হওয়ার সম্ভাবনা জোরাল হয়েছিল।
আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকের পর সূচি প্রকাশিত হতে পারে। তবে বোর্ডের এক কর্তা জানিয়েছেন, ৫১ দিনের টুর্নামেন্ট হবে। ফাইনাল হবে ৮ নভেম্বর। অগাস্টের ২০ তারিখ নাগাদ আরব আমিরশাহি পৌঁছে গিয়ে শিবির শুরু করে দিতে পারে ফ্র্যাঞ্চাইজি দলগুলো।
আরব আমিরশাহিতেই ১৯ সেপ্টেম্বর থেকে শুরু আইপিএল, ফাইনাল ৮ নভেম্বর, খবর সূত্রের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
23 Jul 2020 11:49 PM (IST)
বোর্ডের এক কর্তা জানিয়েছেন, ৫১ দিনের টুর্নামেন্ট হবে। ফাইনাল হবে ৮ নভেম্বর।
NEXT
PREV
আইপিএল (ipl) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -