মুম্বই ইনিংসের ১৫তম ওভারের ঘটনা। হায়দরাবাদের পেসার সন্দীপ শর্মার বলে লং অনের ওপর দিয়ে ছক্কা মারতে গিয়েছিলেন ইশান কিষাণ। মণীশ পাণ্ডে ডানদিকে প্রায় ১৫ গজ দৌড়ে গিয়েও উপলব্ধি করেন যে, বল প্রায় ১০ ফিট দূরে পড়ছে। সকলকে হতবাক করে দিয়ে শরীর শূন্যে ভাসিয়ে দেন মণীশ। বাজপাখির মতো ভেসে গিয়ে দুহাতে বল তালুবন্দি করেন।
মুহূর্তে সেই ক্যাচের ভিডিও ভাইরাল হয়ে যায়। ধারাভাষ্য দেওয়ার ফাঁকে অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার জাস্টিন ল্যাঙ্গার বলেন, ‘অসাধারণ। আমাদের দেখা ক্যাচগুলোর মধ্যে অন্যতম সেরা।’ সহ-ধারাভাষ্যকার মুরলী কার্তিক বলে ওঠেন, ‘ও কি সুইমিং পুলে ডাইভ দিচ্ছে নাকি!’ এটাই আইপিএলের সেরা ক্যাচ কি না, তা নিয়েও চর্চা চলল।
ম্যাচে অবশ্য তার আগে একটি সহজ ক্যাচ ফেলে দিয়েছিলেন মণীশ।