নয়াদিল্লি: আরও একটা আইপিএল, আবার ব্যর্থতা। চলতি বছরে আইপিএলের ত্রয়োদশ সংস্করণেও বদলাল না রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ব্যর্থতার চিত্র। আর যার পরই আরসিবি অধিনায়ক বিরাট কোহলিকে কাঠগড়ায় তুললেন গৌতম গম্ভীর।
কলকাতা নাইট রাইডার্সকে দুবার আইপিএল খেতাব জেতানো গম্ভীর রীতিমতো তোপ দেগে বলেছেন, ‘আটটা বছর বেশ লম্বা সময়। দেখুন রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে কী হয়েছিল। দুবছর সুযোগ দেওয়ার পর তাঁকে সরিয়ে দেয় কিংস ইলেভেন পাঞ্জাব। লম্বা সময়ের অধিনায়ক হিসেবে মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মার সঙ্গে বিরাট কোহলিরও কথা বলি। কিন্তু সেটা মনে হয় উচিত নয়। ধোনি তিনবার, রোহিত চারবার খেতাব জিতেছে। আট বছর ধরে ব্য়র্থতাই সঙ্গী হলে রোহিতকেও নির্ঘাত সরিয়ে দেওয়া হত। দীর্ঘ ব্যর্থতার দায় অধিনায়ককেই নিতে হবে। সমালোচনা এড়িয়ে যেতে পারবে না।’
বেশ কিছুটা সময় ধরে বিরাট এখন ভারতের নেতার আসনে, তাই তাঁকে মোটেই অনভিজ্ঞ বলার জায়গাটাও আর নেই বলেই জানিয়েছেন গম্ভীর। পাশাপাশি প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের মতে, ভাগ্যের বশে প্লে-অফে জায়গা করে নিয়েছিল আরসিবি। মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে সুপার ওভারে জয় বা শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের কাছে হেরে রান রেটে শেষ চারে থাকার বিষয়টির দিকে ইঙ্গিত করেছেন তিনি।
এলিমিনেটারের ম্যাচে হঠাৎ বিরাটের ওপেন করতে নেমে পড়া নিয়েও সোচ্চার গম্ভীর। অ্যারন ফিঞ্চ ও দেবদত্ত পাড়িক্কালের সেট ওপেনিং জুটি ভেঙে নেমে পড়া ও গুরুত্বপূর্ণ ম্যাচে বিরাটের ব্যর্থ হওয়া দলের ওপর চাপ বাড়ায় বলেই মনে করেন গম্ভীর। ২০০৯, ‘১১ ও ’১৬ তিনবার ফাইনালে উঠলেও এখনও একবার আইপিএল খেতাব জিততে পারেনি আরসিবি।
কোহলিই দায়ী ব্যাঙ্গালোরের ব্যর্থতার জন্য, তোপ গম্ভীরের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 Nov 2020 02:35 PM (IST)
আট বছর ধরে ব্যর্থতাই সঙ্গী হলে রোহিতকেও নির্ঘাত সরিয়ে দেওয়া হত। দীর্ঘ ব্যর্থতার দায় অধিনায়ককেই নিতে হবে। সমালোচনা এড়িয়ে যেতে পারবে না।
NEXT
PREV
আইপিএল (ipl) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -