দুবাই: বলে থুতু লাগিয়ে পালিশ করা যাবে না। করোনা-কালে এই নির্দেশিকা জারি করেছে আইসিসি। যে নিয়ম বহাল রয়েছে আইপিএলেও। তবে সেই বিধি প্রায় ভেঙেই ফেলেছিলেন বিরাট কোহলি! অল্পের জন্য সামলে নেন নিজেকে। বিরাটের অভিব্যক্তি দেখে উচ্ছ্বসিত সচিন তেন্ডুলকরও।

দিল্লির ব্যাটিংয়ের সময় বল যায় বিরাটের হাতে। ফিল্ডিং করে বল হাতে নিয়েই তাতে থুতু লাগিয়ে পালিশ করতে যান বিরাট। জিভে আঙুল ছুঁইয়েও ফেলেন। তবে শেষ মুহূর্তে তিনি নিজেকে সামলে নেন। ভুল বুঝতে পেরে লাজুক হাসি বিরাটের মুখে। হাত তুলে ক্ষমাও চেয়ে নেন।



বিরাটের অভিব্যক্তি দেখে মজেছেন মাস্টার ব্লাস্টার। সচিন ট্যুইট করেন, ‘অমূল্য অভিব্যক্তি বিরাট। মাঝে মধ্যে অভ্যেস সামলানো কঠিন হয়ে পড়ে।’



এর আগে রবিন উথাপ্পা বলে থুতু লাগিয়ে বিতর্কে জড়িয়েছিলেন।