দুবাই: আইপিএলের ইতিহাসে তিনি দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি। লাসিথ মালিঙ্গার পরেই। আর স্পিনারদের মধ্যে সেরা। সেই অমিত মিশ্র আঙুলের চোট পেয়ে ছিটকে গেলেন টুর্নামেন্ট থেকে। মাঝপথেই বড় ধাক্কা খেল দিল্লি ক্যাপিটালস শিবির।

কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আগের ম্যাচে নিজের বলে ফিরতি ক্যাচ ধরতে গিয়ে ডানহাতের অনামিকায় চোট পান লেগস্পিনার মিশ্র। সেই চোটই তাঁকে টুর্নামেন্ট থেকে ছিটকে দিল। দিল্লির হয়ে আইপিএলে তাঁর একশো উইকেট হয়ে গিয়েছে। এবারের আইপিএলে তিন ম্যাচ খেলে তিন উইকেট নিয়েছেন। তাঁর শিকারের তালিকায় রয়েছে ডেভিড ওয়ার্নার, মণীশ পাণ্ডে ও শুবমান গিল।