দুবাই: আইপিএলের দ্বিতীয় পর্বে কি গ্যালারিতে দর্শক থাকছে? সংযুক্ত আরব আমিরশাহির ক্রিকেট কর্তার কথায় অন্তত সেরকমই ইঙ্গিত। যিনি জানিয়েছেন, ৬০ শতাংশ দর্শক নিয়ে শুরু হতে পারে আইপিএলের বাকি অংশের খেলা।


করোনার ধাক্কায় বন্ধ করে দিতে হয়েছিল আইপিএল। টুর্নামেন্টের বাকি অংশ আয়োজিত হতে চলেছে সংযুক্ত আরব আমিরশাহিতে। ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে করোনার কারণে স্থগিত হয়ে যাওয়া আইপিএল। সংযুক্ত আরব আমিরশাহিতে টুর্নামেন্টের বাকি অংশের ম্যাচগুলিতে মাঠে প্রবেশের অনুমতি পেতে পারেন দর্শকরা।


সংযুক্ত আরব আমিরশাহি ক্রিকেট বোর্ডের সচিব মুবাশ্বির উসমানি জানিয়েছেন, তাঁরা দর্শকদের মাঠে প্রবেশের অনুমতি পাওয়ার ব্যাপারে ভারতীয় ক্রিকেট বোর্ড ও সংযুক্ত আরব আমিরশাহি সরকারের সঙ্গে কথা বলবেন। উসমানি বলেছেন, ‘আয়োজক হিসেবে আমরা ভারতীয় ক্রিকেট বোর্ড ও সংযুক্ত আরব আমিরশাহি প্রশাসনের সঙ্গে যৌথভাবে কাজ করব এবং সমস্ত করোনাবিধি মেনে গ্যালারিতে দর্শকদের প্রবেশ নিশ্চিত করার চেষ্টা করব। একইসঙ্গে আমরা ভারতীয় ক্রিকেট বোর্ড ও আইসিসিকে বোঝানোর চেষ্টা করব যে, মাঠে দর্শকের প্রয়োজনীয়তা ঠিক কতটা। আইপিএলের মতো এত রোমাঞ্চকর একটি টুর্নামেন্ট আমরা ক্রিকেটের ভক্তদের মাঠে বসে দেখার সুযোগ করে দিতে চাই।’


সূত্রের খবর, সংযুক্ত আরব আমিরশাহি সরকারের সবুজ সংকেত ইতিমধ্যেই পেয়ে গিয়েছে সে দেশের ক্রিকেট বোর্ড। তবে স্টেডিয়ামের মোট দর্শকাসনের ৬০ ভাগের টিকিট বিক্রি করা যাবে। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নিতে চলেছে ইউএই প্রশাসন। তবে এ নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।


এদিকে, আসন্ন আইপিএলে আফগানিস্তানের ২ তারকা প্লেয়ার রশিদ খান ও মহম্মদ নবিকে আদৌ পাওয়া যাবে কিনা, তা নিয়েও প্রশ্ন উঠছে। এই মুহূর্তে ২জনই যুক্তরাষ্ট্রে রয়েছেন হান্ড্রেড টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য। রশিদ খেলছেন ট্রেন্ট রকেটসের হয়ে, আর নবি খেলছেন লন্ডন স্পিরিটস দলের হয়ে।


নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের এক কর্তা বলেন, 'এখনই কোনও মন্তব্য করা উচিত হবে না। আমরা পরিস্থিতির ওপর নজর রেখেছি। আশা করি রশিদ ও অন্যান্য় আফগান প্লেয়ার যারা আইপিএলে দলে রয়েছেন, তাঁরা সবাই টুর্নামেন্টে অংশ নিতে পারবেন।'


১৯ সেপ্টেম্বর চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স দ্বৈরথ দিয়ে আইপিএল ২০২১-এর দ্বিতীয় অংশ শুরু হবে। ২৭ দিনের জন্য সংযুক্ত আরব আমিরশাহিতে বসবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগের আসর। কোয়ালিফায়ার, প্লে অফ ও ফাইনাল-সহ মোট ৩১টি ম্যাচ অনুষ্ঠিত হবে মরুদেশে।