দুবাই: প্লে অফের আগে বিরাট কোহলিদের স্নায়ুর চাপ বেড়ে যেতে পারে। কারণ, শনিবার জোরকদমে প্র্যাক্টিস শুরু করে দিলেন আন্দ্রে রাসেল। কলকাতা নাইট রাইডার্সের সেরা অস্ত্র হয়ে উঠতে পারেন। আর ফিট থাকলে, সীমিত ওভারের ক্রিকেটে, বিশেষ করে টি-টোয়েন্টি ফর্ম্যাটে ক্যারিবিয়ান তারকা কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন, তা জানে গোটা বিশ্ব।
রাসেল সুস্থ। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নাইট রাইডার্সের মাঠে নামার আগেই সেই খবরটা চলে এসেছিল। তবুও নাইট ভক্তরা পুরোপুরি স্বস্তি পাচ্ছিলেন না। রাসেল কতটা সুস্থ তা নিয়েও নানান কথাবার্তা চলছিল। প্লে অফে খেলার জন্য যে আন্দ্রে রাসেল প্রস্তুত, তা শনিবার নিজেই বুঝিয়ে দিলেন তিনি। সুস্থ হলেও লিগ পর্বের শেষ ম্যাচে রাসেলকে বাদ রেখেই দল তৈরি করেছিল নাইট রাইডার্স। শুক্রবারই প্লে অফে জায়গা পাকা হয়েছে নাইটদের। আর সময় নষ্ট করতে চান না রাসেল। শনিবার থেকেই জোরকদমে প্রস্তুতিতে নেমে পড়লেন তিনি।
চোট সারিয়ে প্লে অফে খেলার জন্য কঠোর পরিশ্রম করছেন আন্দ্রে রাসেল। তিনি ২২ গজে ফেরার জন্য মুখিয়ে রয়েছেন। জানিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক অইন মর্গ্যানও।
হ্যামস্ট্রিংয়ের চোট রয়েছে রাসেলের। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচে চোট পেয়েছিলেন তিনি। যে কারণে শেষ তিন ম্যাচে খেলতেও পারেননি। তবে স্বস্তির খবর, চোট সারিয়ে অনুশীলনে ফিরেছেন আন্দ্র রাসেল। তিনি পুরোদমে মাঠে ফেরার জন্য লড়াই চালাচ্ছেন। মর্গ্য়ান বলেছেন, ‘আমরা প্রতিদিন বিষয়টায় নজর রাখছি। আমি আশাবাদী, ও দ্রুত পুরো ফিট হয়ে উঠবে। গত বছরও ও সেটা প্রমাণ করেছিল। ওর গত বছর প্রায় আড়াই ইঞ্চির হ্যামস্ট্রিং টিয়ার হয়েছিল। ও কঠোর পরিশ্রম করে দু সপ্তাহের মধ্যে মাঠে ফিরেছিল। এবারও আমরা ওর দ্রুত সেরে ওঠার ব্যাপারে আশাবাদী।’
শনিবার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে রাসেলের মাঠে ফেরার বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছে কেকেআর। ছবিতে দেখা গিয়েছে, নিজের মেজাজে প্র্যাক্টিস করছেন রাসেল।
নাইট রাইডার্সের প্রধান পরামর্শদাতা ডেভিড হাসি বৃহস্পতিবার বলেছেন, ‘গতকাল (বুধবার) ওর একটি ফিটনেস পরীক্ষা ছিল। ও হয়তো আর এক ম্যাচ পর থেকেই খেলতে পারবে। প্লে অফ ম্যাচে খেলার জন্য ও যে রকম কঠোর পরিশ্রম করছে, সেটা শুধু আমাদের জন্যই নয়, প্রতিযোগিতার জন্যও অনুপ্রেরণার বিষয় হবে। ও বিশ্বমানের ক্রিকেটার এবং বিনোদনের জন্য নিজেকে নিংড়ে দেয়।’