দুবাই: দিল্লি ক্য়াপিটালসের বিরুদ্ধে রান পেলেন না চেন্নাই সুপার কিংসের ওপরের দিকের ব্যাটাররা। তার পরেও ঋষভ পন্থের দলের বিরুদ্ধে লড়াই করার মতো রান তুলল সিএসকে। প্রথমে ব্যাট করে চেন্নাই তুলল ১৩৬/৫। আর দলের হয়ে ব্যাট হাতে লড়াকু হাফসেঞ্চুরি করলেন অম্বাতি রায়ডু। ৪৩ বলে ৫৫ রান করে অপরাজিত রইলেন তিনি।


এই ম্যাচকে অনেকে বলছেন গুরু-শিষ্যের লড়াই। কারণ, ক্রিকেটবিশ্বে ঋষভ পন্থের প্রতিষ্ঠিত হওয়ার নেপথ্যে যাঁর অবদান অনস্বীকার্য বলে মনে করা হয়, তিনি মহেন্দ্র সিংহ ধোনি। আজ, সোমবার ধোনির চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নেমেছে পন্থের দিল্লি ক্যাপিটালস। যে ম্যাচ পয়েন্ট টেবিলের শীর্ষে কারা থাকবে, তা নির্ধারণ করে দিতে পারে।


চেন্নাই ও দিল্লি, দুই দলই ১২টি করে ম্যাচ খেলে ১৮ পয়েন্ট করে পেয়েছে। রান রেটে সামান্য এগিয়ে থাকায় চেন্নাই রয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে। আর দুই নম্বরে রয়েছে দিল্লি। সোমবার যে দল জিতবে, ২০ পয়েন্ট পেয়ে পৌঁছে যাবে টেবিলের শীর্ষে।


সোমবার আবার ঋষভ পন্থের জন্মদিন। ২৪ বছর পূর্ণ করলেন দিল্লির রুরকির তরুণ। পন্থকে শুভেচ্ছা জানিয়েছে সিএসকেও। তারা একটি ছবি ট্যুইট করেছে। যে ছবিতে পন্থকে দেখা যাচ্ছে হেঁটে মাঠ থেকে বেরতে। আর চারপাশ থেকে কর্ডন করে কার্যত গার্ড অফ অনার দিচ্ছেন সিএসকে ক্রিকেটারেরা। ক্যাপশনে লেখা, 'রিশ ইউ আ হ্যাপি বার্থ ডে। রিংয়ে দেখা হচ্ছে আজ।'


ধোনি-পন্থের মগজাস্ত্রের লড়াইয়ের পাশাপাশি আকর্ষক হতে পারে দীপক চাহার বনাম পৃথ্বী শ যুদ্ধও। এখনও পর্যন্ত আইপিএলে চাহারের ৫০ বল খেলেছেন পৃথ্বী। রান করেছেন ৫৫। যা টি-টোয়েন্টি ক্রিকেটের নিরিখে বেশ কম। পাশাপাশি পাঁচবার পৃথ্বীকে ফিরিয়ে দিয়েছেন চাহার। সিএসকে পেসারের স্যুইংয়ের সামনে বারবার আত্মসমর্পণ করেছেন পৃথ্বী। সোমবার কি সেই ছবি বদলাতে পারবেন মুম্বইয়ের ব্যাটার?


ম্যাচের প্রথম ভাগে নজর কেড়েছেন দিল্লির বোলাররা। বিশেষ করে আবেশ খান। ৪ ওভারে ৩৫ রান দিয়ে তিনি ফিরিয়ে দেন মহেন্দ্র সিংহ ধোনিকে (২৭ বলে ১৮ রান)। অক্ষর পটেল ৪ ওভারে ১৮ রানে ২ উইকেট নিয়েছেন।