দুবাই: আইপিএলের মাঝেই র‌্যাম্পে ঝড় তুলল ওরা। আর তাতে রীতিমতো হইচই পড়ে গেল। কারণ, ওরা তারকা বাবার সন্তান।


বাবারা ব্যস্ত বাইশ গজে নিজেদের সেরাটা উজাড় করে দিতে। আইপিএল চ্যাম্পিয়ন হতে মরিয়া চেন্নাই সুপার কিংসের ক্রিকেটারেরা। সেই সময়ে চেন্নাই টিমের খুদেরা নিজেদের মতো করে সময় কাটাতে ব্যস্ত।


বুধবার চেন্নাই সুপার কিংসের তরফে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে, চেন্নাই পরিবারের খুদে সদস্যরা সব নিজেদের মতো হইহই করে সময় কাটাচ্ছে। মহেন্দ্র সিংহ ধোনির মেয়ে জিভা সহ চেন্নাইয়ের বাকি খুদেরা কখনও র‌্যাম্পে হাঁটছে, কখনও ছবি আঁকছে, আবার কখনও নিজেদের মতো করে খেলায় মেতে রয়েছে।



ইতিমধ্যে চেন্নাই সুপার কিংস আইপিএলের ফাইনালে পৌঁছে গিয়েছে। স্বাভাবিক ভাবেই গোটা টিম ফুরফুরে মেজাজে রয়েছে। প্রথম কোয়ালিফায়ারে দিল্লি ক্যাপিটালসকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে চেন্নাই সুপার কিংস। এই ম্যাচে রুতুরাজ গায়কোয়াড় ৫০ বলে ৭০ রান করেছিলেন এবং রবিন উত্থাপ্পা করেছিলেন ৪৪ বলে ৬৩ রান। বাকিরা অবশ্য কেউ ভাল খেলতে পারেনি। তবে গোটা শিবির চনমনে। চতুর্থ আইপিএল ট্রফি জয়ের স্বপ্ন দেখছে।


রবিবার রাতে দিল্লি ক্যাপিটালসের মুখের গ্রাস কেড়ে নেয় ধোনির ব্যাট। ফের ফিনিশার ধোনির ঝলক দেখা যায়। দিল্লিকে হারিয়ে ফাইনালে পৌঁছে যায় সিএসকে। সেই ম্যাচের পরই বিরাটের ট্যুইট, 'এবং রাজার প্রত্যাবর্তন। ক্রিকেটের সর্বকালের সেরা ফিনিশার। এমএসধোনির খেলা আমাকে সিট ছেড়ে লাফিয়ে উঠতে বাধ্য করেছিল'।


একেই বোধহয় বলে ওস্তাদের মার শেষ রাতে। আর ওস্তাদের নাম যদি হয় মহেন্দ্র সিংহ ধোনি, তবে তো কথাই নেই। বয়স বেড়েছে, কিন্তু এখনও যে খিদেটা একইরকম তা বুঝিয়ে দিলেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক। মহেন্দ্র সিংহ ধোনি মানেই অসম্ভবকে সম্ভব করে তোলা। এদিনও তার ব্যতিক্রম হল না। ৬ বলে ১৩ রান দরকার ছিল। সেই ম্যাচ ২ বল বাকি থাকতেই জিতিয়ে দিলেন এমএসডি। দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে এবারের আইপিএলের ফাইনালে পৌঁছে গেল চেন্নাই সুপার কিংস। রবিবার দুবাইয়ে ৪ উইকেটে তারা হারিয়ে দিল দিল্লিকে।