শারজা: ফের মরুঝড় শারজায়। যার জেরে পিছিয়ে গেল শুক্রবার চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচ।


শুক্রবার আইপিএলে মুখোমুখি দক্ষিণ ভারতের দুই দল। তবে টসের আগে শুরু হয় মরুঝড়। যার জেরে ম্যাচ আধ ঘণ্টা পিছিয়ে যায়। সাড়ে সাতটার পরিবর্তে ম্যাচ শুরু হচ্ছে রাত আটটায়। টসও হয় আধ ঘণ্টা পরে।


শুক্রবার আইপিএলে মহারণ। মুখোমুখি বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) ও মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। পয়েন্ট টেবলের দুই নম্বর ও তিন নম্বরে থাকা দুটি দলের লড়াই। যে ম্য়াচকে বলা হয় দক্ষিণের ডার্বি। এবং বরাবর যে ম্যাচ আলাদা গুরুত্ব পেয়েছে কারণ এই ম্য়াচে যুযুধান দুই শিবিরের দুই প্রধান মুখের নাম বিরাট কোহলি ও মহেন্দ্র সিংহ ধোনি।


এই ম্যাচে নজরে থাকবেন দুই দলের দুই অধিনায়ক। আইপিএলের এখনও পর্যন্ত ৮ টি করে ম্যাচে খেলেছে বিরাট ও ধোনিরা। যার মধ্যে ৬টিতে জয় ও ২টিতে পরাজয় সিএসকের। অন্যদিকে আরসিবির জয় ৫ ম্যাচে ও হার ৩ ম্যাচে। প্রথম পর্বে আরিসিবি দুরন্ত ফর্মে থাকলেও দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচেই কলকাতা নাইট রাইডার্সের কাছে হেরেছে। অন্যদিকে সিএসকে দ্বিতীয় পর্বে তাদের প্রথম ম্যাচেই গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়েছে।


বিরাট কোহলি জানিয়ে দিয়েছেন এই মরসুমের আইপিএলের পর আর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়কত্ব করবেন না৷ ফলে অধিনায়ক হিসেবে বিরাট বনাম ধোনি লড়াই আদৌ আর আইপিএলপ্রেমী জনতা দেখতে পাবেন কি না, সেটা একটা বড় প্রশ্ন৷ বিরাট চাইবেন দলকে অধরা ট্রফি দিয়ে নেতৃত্ব ছাড়তে।


শুক্রবারের ম্যাচ হবে শারজাতে৷ আইপিএলের (IPL 2021) দ্বিতীয় পর্বে এই প্রথম শারজাতে ম্যাচ হচ্ছে৷ দুবাই বা আবু ধাবির চেয়ে শারজার বাউন্ডারি ছোট। গত মরসুমে এই মাঠে বেশ কয়েকটি বড় স্কোরের ম্যাচ হয়েছিল। এদিনও বড় রানের ম্যাচ হতে পারে৷ এই ম্যাচ খেলার আগে আইপিএল পয়েন্ট টেবলে দুই নম্বরে রয়েছে সিএসকে এবং তিন নম্বরে আরসিবি৷