আবু ধাবি: রান নিতে দৌড় দিলেন ফাফ ডু প্লেসি। অন্যদিকে বোলিং এন্ডে রান আউট করার জন্য থ্রো ধরার অপেক্ষায় মুস্তাফিজুর রহমান। আচমকাই যেন সব কিছু উল্টে পাল্টে গেল। একে অপরের সঙ্গে ধাক্কা খেয়ে মাটিয়ে লুটিয়ে পড়লেন ২ জনই। আবু ধাবিতে ২২ গজের লড়াইয়ের ফাঁকে এই ছবি বেশ ভাইরাল হল।


ঘটনাটি ঘটে ম্যাচের ষষ্ঠ ওভারে। বল করতে এসেছিলেন রাজস্থান রয়্যালসের পেসার মুস্তাফিজুর রহমান। ম্যাচের পঞ্চম বলে একটি সিঙ্গলস নিতে চেয়েছিলেন ডু প্লেসি। ফিজের বলে মিড অফের দিকে হালকা করে খেলে রান নিতে দৌড়েছিলেন ডু প্লেসি। সেই সময় রানার্স এন্ডে উইকেটের সামনে দৌড়ে আসছিলেন মুস্তাফিজও। ২ জনের কেউই ২ জনের দিকে তাকাননি। একদম শেষ মুহূর্তে রানার্স এন্ডে উইকেটের সামনে ২ জনে একে অন্যের সঙ্গে ধাক্কা খান। মাটিতে লুটিয়ে পড়েন ২ ক্রিকেটারই। 


 






মুস্তাফিজুরের বেশি কিছু ব্যাথা না লাগলেও ফাফ অনেকক্ষণ মাটিতেই বসেছিলেন মাথা নিচু করে। প্রোটিয়া তারকাকে বেশ যন্ত্রণাকাতর মনে হচ্ছিল সে সময়। এরপর টিমের ফিজিও এসে কিছুক্ষণ শুশ্রূষার পর ফের ব্যাট করা শুরু করেন ডু প্লেসি। তবে ২ ক্রিকেটারের ধাক্কাধাক্কির এই ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।


এদিন প্রথমে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসন। দু দলই এদিন একাদশে কিছু বদল এনেছিল। ব্যাট হাতে নেমে প্রথম থেকেই ঝড়ের গতিতে রান তোলা শুরু করেন সিএসকের ২ ওপেনার ঋতুরাজ গায়কোয়াড ও ফাফ ডু প্লেসি। চলতি আইপিএলে দুরন্ত ছন্দে রয়েছেন ঋতুরাজ। ওপেনিংয়ে নেমে প্রতি ম্যাচেই ফাফ ডু প্লেসির সঙ্গে বড় রান বোর্ডে যোগ করছেন। এদিনও তার ব্যতিক্রম হল না। সিএসকের প্রথম উইকেট হিসেবে প্যাভিলিয়নে ফেরেন ফাফ ডু প্লেসি। ২টি বাউন্ডারি ও ১টি ছক্কার সাহায্যে ১৯ বলে ২৫ রানের ইনিংস খেলে আউট হন ফাফ। কিন্তু প্রোটিয়া তারকা ফিরলেও থামানো যায়নি ঋতুরাজকে। ৬০ বলে ১০১ রানের ঝোড়ো ইনিংস খেললেন সিএসকের তরুণ ওপেনার। নিজের ইনিংসে হাঁকালেন ৯টি বাউন্ডারি ও ৫টি ছক্কা।