শারজা: পরপর উইকেট পড়ছে। একটা সময় মনে হচ্ছিল যে দিল্লি ক্যাপিটালস হয়ত ম্যাচে হেরে যাবে। কিন্তু সেখান থেকেই ম্যাচের গতিপথ বদলে দিলেন শ্রেয়স আইয়ার। চোট পেয়ে গত মরসুমে ছিটকে গিয়েছিলেন। এই মরসুমে ফিরে এলেও নেতৃত্ব হারাতে হয়েছে। তবে শনিবার গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে দিলেন ব্যাটে রান করে। অশ্বিনকে সঙ্গে নিয়ে ক্রিজে ধৈর্য্যের পরীক্ষা দিলেন শ্রেয়স। তাঁর ও অশ্বিনের লোয়ার অর্ডারে যুগলবন্দিই মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচে দিল্লিকে জয় এনে দিল। ৪ উইকেটে জয় পেল ঋষভ পন্থের দল।


মাত্র ১৩০ রানের লক্ষ্যমাত্রা ছিল। কিন্তু সেই রান তাড়া করতে নেমেই নাকানিচোবানি খাচ্ছিল দিল্লির ব্যাটাররা। পৃথ্বী শ, শিখর ধবন, স্টিভ স্মিথ কেউই রান পেলেন না। এরপর পন্থ ও শ্রেয়স মিলে পার্টনারশিপ গড়ার চেষ্টা করেন। তবে দিল্লি অধিনায়ক ২৬ রানে ফেরার পর আবার চাপ বাড়ে দিল্লির। অক্ষর পটেলও মাত্র ৯ রান করেন। একটা সময় ৯৩ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে ফেলেছিল দিল্লি। সেখানে থেকেই রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে জুটি বেঁধে ধীরে ধীরে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন শ্রেয়স। ২টো বাউন্ডারির সাহায্যে ৩৩ বলে ৩৩ রানের সময়োপযোগী ইনিংস খেলেন। অশ্বিনও ২১ বলে ২০ রানের ইনিংস খেলেন। শেষ পর্যন্ত ৫ বল বাকি থাকতেই ম্যাচে জয় ছিনিয়ে নেয় দিল্লি ক্যাপিটালস।


এর আগে এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লি অধিনায়ক ঋষভ পন্থ। সিদ্ধান্ত যে একদম সঠিক ছিল, তা প্রমাণ করে দেন দিল্লির বোলাররা। প্রথম ওভারে বাউন্ডারি হাঁকালেও, মাত্র ৭ রান করেই প্যাভিলিয়নে ফেরেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা। আবেশ খানের বলে ক্যাচ আউট হয়ে যান তিনি। মাত্র ৭ রান করে আউট হন রোহিত। তাঁর ওপেনিং পার্টনার কুইন্টন ডি কক ভাল শুরু করেও মাত্র ১৯ রান করে প্যাভিলিয়নে ফেরেন। এরপর কিছুটা লড়াই করছিলেন সূর্যকুমার যাদব। ২৬ বলে ৩৩ রানের ইনিংসও খেলেন। নিজের ইনিংসে ২টো বাউন্ডারি ও ২ টো ওভার বাউন্ডারি হাঁকান তিনি সূর্য। কিন্তু যোগ্য সঙ্গ পাননি এই ডানহাতি স্টাইলিস্ট ব্যাটার। যার জন্য তিনি আউট হওয়ার পর আর কোনও ব্যাটারই বড় রান করতে পারেননি। আর তার অন্যতম কারণ দিল্লির আবেশ খান ও অক্ষর পটেল। প্রথম জন এদিন যেন ছিলেন বিধ্বংসী মেজাজে। ৪ ওভার বল করে মাত্র ১৫ দিয়ে তুলে নিলেন বিপক্ষের ৩ উইকেট। অক্ষর পটেলও এদিন দারুণ বল করেন। ৪ ওভারে ২১ রান দিয়ে তিনি ৩ উইকেট তুলে নেন। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে বোর্ডে ১২৯ রান বোর্ডে তোলে মুম্বই। 


আরও পড়ুন: বোলার হার্দিককে আর দেখা যাবে না? কী বললেন তারকা অলরাউন্ডার