নয়াদিল্লি: করোনা সংক্রমণের বাড়বাড়ন্তের জেরে স্থগিত হয়ে গিয়েছে এবারের আইপিএল। বোর্ড জানিয়েছে, সমস্ত ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের বাড়ি পৌঁছে দেওয়ার ব্য়বস্থা করা হবে। কঠিন পরিস্থিতিতে বাড়ি ফেরার তোড়জোড় শুরু করে দিয়েছেন ডেভিড ওয়ার্নারও। যে অপেক্ষা আরও বাড়িয়ে তুলল তাঁর তিন মেয়ের আঁকা ছবি ও সঙ্গে তাঁর উদ্দেশে লেখা চিঠি।

 

ওয়ার্নারের তিন মেয়ে চিঠিতে লিখেছে, 'মা আর আমরা তোমার অপেক্ষায় রয়েছি। দ্রুত বাড়ি এসো বাবা। তোমার অভাব সব সময় টের পাচ্ছি। খুব ভালবাসি তোমাকেগ।' ডেভিড ওয়ার্নারের উদ্দেশে এই চিঠি লিখলেন তাঁর তিন মেয়ে। করোনার বাড়বাড়ন্তের জন্য স্থগিত করে দেওয়া হল আইপিএল। সানরাইজার্স হায়দরাবাদের ক্রিকেটার ঋদ্ধিমান সাহাও করোনা আক্রান্ত। তাই গোটা শিবিরে উদ্বেগ। বোর্ড ও ফ্র্য়াঞ্চাইজি কর্তৃপক্ষ সকলকে বাড়ি ফেরানোর ব্যবস্থা করছে। সুদূর অস্ট্রেলিয়ায় উদ্বেগে রয়েছে ওয়ার্নারের পরিবারও। যার প্রতিফলন পাওয়া গেল ওয়ার্নারকে তাঁর মেয়েদের লেখা এই চিঠিতে। ওয়ার্নার নিজেই এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন। মুহূর্তে ভাইরাল হল ছবি ও মিষ্টি লেখা।



করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে উথালপাতাল ভারত। যে কারণে অনির্দিষ্ট কালের জন্য স্থগিত হয়ে গেল আইপিএল। ক্রিকেটার ও সমস্ত সাপোর্ট স্টাফদের বাড়ি পৌঁছে দেওয়ার বন্দোবস্ত করছে ভারতীয় ক্রিকেট বোর্ড।


বোর্ড থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে, 'আইপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্যরা ও ভারতীয় ক্রিকেট বোর্ডের সদস্যরা জরুরিভিত্তিক বৈঠক করে। তাতেই সর্বসম্মতিক্রমে চলতি আইপিএল এখনই স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'


বিবৃতিতে জানানো হয়েছে, ক্রিকেটার, কোচ, সাপোর্ট স্টাফ, এবং আইপিএল আয়োজনের সঙ্গে যুক্ত কারওই নিরাপত্তা নিয়ে কোনওরকম ঝুঁকি নিতে চায় না ভারতীয় ক্রিকেট বোর্ড। সকল অংশগ্রহণকারীদের নিরাপত্তা, স্বাস্থ্যের কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে ভারতীয় বোর্ডের তরফে। বিবৃতিতে লেখা হয়েছে, 'খুব কঠিন সময় যাচ্ছে। বিশেষ করে ভারতে। আমরা কিছু অন্তত ইতিবাচক ও আনন্দের মুহূর্ত উপহার দিতে চেয়েছিলাম। কিন্তু বাধ্য হয়ে টুর্নামেন্ট এখনই স্থগিত করতে হচ্ছে। এই কঠিন সময়ে সকলেই তাঁদের পরিবার ও প্রিয়জনদের কাছে ফিরে যাক।'


সঙ্গে বোর্ডের বিবৃতিতে আশ্বাস, 'ভারতীয় ক্রিকেট বোর্ড তাদের সর্বোচ্চ ক্ষমতায় গিয়ে চেষ্টা করবে সকল অংশগ্রহণকারী যাতে নিরাপদে বাড়ি ফিরে যেতে পারে।' সেই সঙ্গে লেখা হয়েছে, 'সমস্ত স্বাস্থ্যকর্মী, রাজ্য ক্রিকেট সংস্থা, ক্রিকেটার, সাপোর্ট স্টাফ, ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ, স্পনসর, পার্টনার ও সার্ভিস প্রোভাইডার যাঁরা এই কঠিন সময়েও আইপিএল আয়োজন করেছিলেন তাঁদের সকলকে বোর্ডের তরফ থেকে ধন্যবাদ।'