দুবাই: সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দুরন্ত জয় দিল্লি ক্যাপিটালসের। ১৩ বল বাকি থাকতেই ম্যাচ পকেটে পুরে নিল ঋষভ পন্থের দল। দুরন্ত ব্যাটিং করলেন শিখর ধবন, শ্রেয়স আইয়ার ও দিল্লি অধিনায়ক ঋষভ পন্থ। আমিরশাহিতে টুর্নামেন্টের দ্বিতীয় পর্বে নিজেদের প্রথম ম্যাচেই ৮ উইকেটে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে চলে গেল দিল্লি ক্যাপিটালস। 


লক্ষ্যমাত্র বেশি ছিল না। মাত্র ১৩৫ রান তাড়া করতে নেমে ওপেনিং জুটি শিখর ধবন ও পৃথ্বী শ শুরু থেকেই মারমুখি মেজাজে ব্যাটিং শুরু করেন। পৃথ্বী ১১ রানে ফিরে গেলেও ধবনকে আটকানো যায়নি। তাঁকে যোগ্য সঙ্গ দেন দিল্লির প্রাক্তন অধিনায়ক শ্রেয়স আইয়ার। ম্যাচে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন ২ জনই। ধবন ৩৭ বলে ৪২ রান করেন। ব্যাট হাতে ৬টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান বাঁহাতি ওপেনার। অর্ধশতরান যদিও মিস করেন তিনি। ধবন ফেরার পর অধিনায়ক পন্থকে সঙ্গে নিয়ে দিল্লিকে জয় পাইয়ে দেন শ্রেয়স। পন্থ ২১ বলে ৩৫ রানে অপরাজিত থাকেন। নিজের ইনিংসে তিনি হাঁকান ৩টি বাউন্ডারি ও ২টো ওভার বাউন্ডারি। শ্রেয়স ২টো বাউন্ডারি ও ২টো ওভার বাউন্ডারির সাহায্যে ৪১ বলে ৪৭ রানের ইনিংস খেলেন।


এর আগে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসন। ওপেনিংয়ে ডেভিড ওয়ার্নারের সঙ্গে নেমেছিলেন বাংলার ঋদ্ধিমান সাহা। নর্টজের বলে প্রথম উইকেট হারায় হায়দরাবাদ। ওয়ার্নার ফেরেন খাতা খোলার আগেই। ক্যাপ্টেন কেন ক্রিজে আসার পর হাত খুলে খেলার চেষ্টা করছিলেন ঋদ্ধিমান সাহা। কিন্তু ১৭ বলে ১৮ রান করেই প্যাভিলিয়নে ফেরেন ঋদ্ধি। তবে ২টো বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারি হাঁকান তিনি। কেন এদিন একটু মন্থর খেলে ২৬ বলে ১৮ রান করে প্যাভিলিয়নে ফেরেন। রান পেলেন না মণীশ পাণ্ডে (১৭) ও কেদার যাদবও (৩)। ৭৪ রান বোর্ডে তুলতেই ৫ উইকেট হারিয়ে বসে সানরাইজার্স। 


এরপর যদিও লোয়ার অর্ডারে আবদুল সামাদ ও রশিদ খান মিলে দলের হাল ধরেন। ২ জনেই চালিয়ে খেলার পন্থা বেছে নেন। ২টো বাউন্ডারি ও ১টি ছক্কার সাহায্যে ২১ বলে ২৮ রানের ইনিংস খেলেন সামাদ। যদিও রাবাদার শিকার হন তিনি। স্লোয়ার ডেলিভারিতে পন্থের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। রশিদও ১৯ বলে ২২ রান করে দলকে টানছিলেন। তবে হঠাৎই রান আউট হয়ে যান। শেষ। পর্যন্ত নির্দারিত ২০ ওভারে ৯উইকেট হারিয়ে বোর্ডে ১৩৪ রান তুলতে সক্ষম হয় সানরাইজার্স। 


এদিন অর্ধশতরান মিস করলেও অরেঞ্জ ক্যাপ এদিন দখল করে নিলেন শিখর ধবন।