চেন্নাই: তিন ম্যাচে দুই হার। যার মধ্যে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রায় জেতা ম্যাচ হাতছাড়া হওয়া। আর বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে ৩৮ রানের ব্যবধানে পরাস্ত হওয়া। টি-টোয়েন্টি ক্রিকেটে  যে ব্যবধান বেশ বড়সড় বলেই মনে করা হয়। চেন্নাই সফর দ্রুত ভুলতে চাইবে নাইট শিবির।


কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক অইন মর্গ্যান কার্যত স্বীকার করে নিলেন যে, চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামের বাইশ গজ তিনি বুঝতেই পারেননি। রবিবার আরসিবি-র কাছে ম্যাচ হেরে উঠে মর্গ্য়ান বলেন, 'পিচ যা ভেবেছিলাম তার চাইতে ভাল ছিল। রান তাড়া করতে নেমে সেরাটা দিয়েছিলাম। তবে এম এ চিদম্বরম স্টেডিয়ামের পিচ আমাকে স্টাম্পড করে দিয়েছে। উইকেট বুঝতে পারিনি। চেন্নাই ছেড়ে বেরতে পারছি ভেবে ভাল লাগছে।' প্রসঙ্গত, চেন্নাইয়ে তিনটি ম্যাচ খেলার পর এবার মুম্বইয়ে পাড়ি জমাবে কেকেআর। ২১ এপ্রিল সেখানে মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচ রয়েছে শাহরুখের দলের।


এদিকে, আরসিবি ৩৮ রানে ম্যাচ জেতার পর মহম্মদ সিরাজের ১৯তম ওভার নিয়ে ক্রিকেট বিশ্বে মুগ্ধতা। বিধ্বংসী আন্দ্রে রাসেলের বিরুদ্ধে মাত্র ১ রান খরচ করেছেন সিরাজ। আপ্লুত আরসিবি অধিনায়ক বিরাট কোহলিও। ম্যাচ শেষ হওয়ার পর প্রশংসায় ভরিয়ে দিলেন সিরাজকে। বিরাট বললেন, 'রাসেলের বিরুদ্ধে সিরাজের ওভারটা অনবদ্য। রাসেলের বিরুদ্ধে ওর একটা ইতিহাস রয়েছে। অস্ট্রেলিয়া সফরের পর থেকে ও সম্পূর্ণ আলাদা বোলার। ওই ম্যাচে আমাদের জয় নিশ্চিত করে দেয়।' পাশাপাশি গ্লেন ম্যাক্সওয়েল ও এ বি ডিভিলিয়ার্সকে নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেচেন বিরাট। বলেছেন, 'ম্য়াক্সওয়েল অসাধারণ। এ বিও তাই। এ বি ছন্দে থাকলে আর ওর ব্যাট চলতে শুরু করলে ওকে আটকানো অসম্ভব। মন্থর হয়ে যাওয়া পিচে আমরা ৪০ রান বেশি তুলেছিলাম।' আরসিবি-তে যোগ দেওয়া ইস্তক দুরন্ত ফর্মে ম্যাক্সওয়েল। বিরাট বলছেন, 'ও এই দলে ততটাই স্বচ্ছন্দ যতটা হাঁস স্বচ্ছন্দ জলে।' পরপর তিন ম্যাচ জিতে লিগ তালিকার শীর্ষে বিরাটের আরসিবি।


বিধ্বংসী রাসেলকে ৬ বলে দিলেন ১! সিরাজকে নিয়ে গর্বিত কোহলি