নয়াদিল্লি: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী মরসুমে গুয়াহাটি থেকে নতুন কোনও দল আসতে পারে বলে যে জল্পনা তৈরি হয়েছিল, তার অবসান ঘটাল বিসিসিআই। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, গুয়াহাটি থেকে নতুন কোনও দল আসছে না। অন্য কোনও শহর থেকে নতুন দল আসতে পারে।


বিসিসিআই সূত্রে খবর, এ বছরের ২৪ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভায় আইপিএল-এর আগামী মরসুমে নতুন দু’টি দল নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে। আমদাবাদ থেকে নতুন একটি দল নেওয়া প্রায় চূড়ান্ত। অপর একটি দলের দৌড়ে গুয়াহাটিও ছিল। কিন্তু বিসিসিআই জানিয়ে দিল, গুয়াহাটি থেকে কোনও দল আইপিএল-এ যুক্ত হচ্ছে না। ফলে দৌড় থেকে ছিটকে গেল উত্তর-পূর্ব ভারতের এই শহর। এবার লড়াইয়ে পুণে, লখনউ ও কানপুর। এই তিনটি শহর থেকে কোনও একটি দল আইপিএল-এ সুযোগ পেতে পারে।


এ বিষয়ে এক বিসিসিআই কর্তা জানিয়েছেন, এই মুহূর্তে আইপিএল-এ গুয়াহাটি থেকে একটি দলকে সুযোগ দেওয়া সম্ভব নয়। বিসিসিআই আইপিএল-এর আগামী মরসুমে দু’টি নতুন দলকে সুযোগ দিতে চায়। তার মধ্যে একটি দল আমদাবাদ থেকে আসতে পারে। অন্য কোনও শহর থেকে আর একটি দলকে সুযোগ দেওয়া হতে পারে।


এর আগে শোনা গিয়েছিল অসম ক্রিকেট সংস্থা আইপিএল-এ গুয়াহাটি থেকে একটি দলকে খেলানোর জন্য মরিয়া হয়ে উঠেছে। স্থানীয় সংবাদমাধ্যমকে অসম ক্রিকেট সংস্থার সচিব দেবজিৎ লোন সাইকিয়া জানান, তাঁরা বিসিসিআই-এর বার্ষিক সাধারণ সভায় সরকারিভাবে আগামী আইপিএল-এ গুয়াহাটি থেকে একটি দলকে সুযোগ দেওয়ার অনুরোধ করবেন। কিন্তু তার আগেই বিসিসিআই-এর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল, গুয়াহাটি থেকে কোনও নতুন দলকে সুযোগ দেওয়ার সম্ভাবনা ক্ষীণ। কোনও রাজ্য সংস্থা অনুমোদিত দলকে আইপিএল-এ সুযোগ না দেওয়ার নীতি নিয়েছে বিসিসিআই। ফলে অসম ক্রিকেট সংস্থা গুয়াহাটি থেকে একটি দলকে নেওয়ার প্রস্তাব দিলেও, সেই প্রস্তাব গৃহীত হবে না।