নয়াদিল্লি: কায়রন পোলার্ড মাঠে নামা মানেই ব্যাটে রানের ফুলঝুরি। বিশাল বিশাল ছক্কা গ্যালারিতে আছড়ে পড়া। আইপিএলে মঙ্গলবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে নেমে রেকর্ড গড়লেন ক্যারিবিয়ান তারকা অলরাউন্ডার। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ১০ হাজার রান ও ৩০০ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন পোলার্ড। 


পঞ্জাব কিংসের বিরুদ্ধে আবু ধাবিতে খেলতে নেমেছিলেন পোলার্ড। সেই ম্যাচে পঞ্জাব অধিনায়ক কে এল রাহুল ও তারকা ক্রিকেটার ক্রিস গেইলের উইকেট নেওয়ার সঙ্গে সঙ্গেই এই মাইলস্টোন স্পর্শ করেন পোলার্ড। টি-টোয়েন্টি ফর্ম্যাটে মোট ৫৬৫ ম্যাচ খেলে এই নজির গড়লেন ৩৪ বছরের এই ক্রিকেটার। ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাটে পোলার্ডের নামের পাশে ১১ হাজারেরও বেশি রান রয়েছে। 


টি-টোয়েন্টি ফর্ম্যাটে বিশ্ববন্দিত ক্রিকেটার পোলার্ড। আইপিএল ছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্তে নানান ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে খেলেন তিনি। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলা পোলার্ড বিগ ব্যাশে অ্যাডিলেড স্ট্রাইকার্স, মেলবোর্ন রেনেগেডসে খেলেছেন। এছাড়া ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে বার্বাডোজ ট্রাইডেন্টসে, ত্রিনবাগো নাইট রাইডার্সে খেলেছেন। বাংলাদেশে খেলেছেন ঢাকা ডায়নামাইটসের হয়ে। এছাড়া পাকিস্তানে পেশােয়ার জালমি ও করাচি কিংসের মতো দলের হয়ে খেলেছেন। 


এই মুহূর্তে সংযুক্ত আমিরশাহিতে আইপিএল খেলছেন পোলার্ড। এরপর সেখানেই আয়োজিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই বিশ্বকাপে ক্যারিবিয়ান ক্রিকেট দলের অধিনায়ক হিসেবেও দেখা যাবে পোলার্ডকে। 


এদিকে মঙ্গলবার আইপিএলের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে সেই রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স ও কে এল রাহুলের পঞ্জাব কিংস। যে ম্যাচে মুম্বইয়ের সামনে জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্য দিল পঞ্জাব। লো স্কোরিং ম্যাচে বড় রান পাননি পঞ্জাব অধিনায়ক রাহুল। ইনিংস ওপেন করতে নেমে ২২ বলে ২১ রান করেন। অন্য ওপেনার মনদীপ সিংহ ১৪ বলে ১৫ রান করেন। ক্রিস গেল প্রথম একাদশে সুযোগ পেলেও রান পাননি। ৪ বলে মাত্র ১ রান করে ফেরেন। পঞ্জাব ইনিংসকে টানলেন এইডেন মারক্রাম। ২৯ বলে ৪২ রান করে তিনিই সেরা স্কোরার। শেষ দিকে দীপক হুডা ২৬ বলে ২৮ রান করেন। নির্ধারিত ২০ ওভারে পঞ্জাব তোলে ১৩৫/৬।


আরও পড়ুন: দল হারলেও একই দিনে ২২ গজে জোড়া রেকর্ডের মালিক পন্থ