কলকাতা: আইপিএল ফাইনালে পৌঁছে গেল কলকাতা নাইট রাইডার্স। ৭ বছর পর। শুক্রবার, দশমীর দিন ফাইনালে নাইটদের প্রতিপক্ষ মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস। যে ম্যাচের আগে কেকেআরের সেরা ভরসা ফাইনালে দলের রেকর্ড।


এখনও পর্যন্ত আইপিএলের ফাইনালে কোনওদিন হারেনি কেকেআর। দুবার ফাইনালে উঠে দুবারই চ্যাম্পিয়ন। যার মধ্যে ২০১২ সালে চিপকে সিএসকে-কে হারিয়েই প্রথমবার ট্রফি জয়ের স্বাদ পেয়েছিলেন নাইটরা।


ধোনির দলের বিরুদ্ধে ফাইনালের আগে সেই রেকর্ড কি কেকেআর ক্রিকেটারদের কাছে বাড়তি প্রেরণার? বুধবার শারজায় রুদ্ধশ্বাস ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে ৩ উইকেটে হারানোর পর কেকেআরের মেন্টর ডেভিড হাসির কাছে জানতে চেয়েছিল এবিপি লাইভ। জবাবে হাসি বলেন, 'ফাইনালে কেকেআর কখনও হারেনি। সেই রেকর্ড তো বাড়তি উৎসাহ দেবে বটেই। তবে চেন্নাই সুপার কিংস কঠিন প্রতিপক্ষ। তিনবারের চ্যাম্পিয়ন। আমাদের ভাল ক্রিকেট খেলতে হবে।'


সংযুক্ত আরব আমিরশাহিতে শিশির নিয়ে সমস্যায় পড়ছে অনেক দল। রাতের দিকে শিশির বেশি পড়ায় বল গ্রিপ করতে গিয়ে সমস্যায় পড়ছেন স্পিনাররা। কেকেআর বোলিংয়ের দুই সেরা অস্ত্র বরুণ চক্রবর্তী ও সুনীল নারাইন স্পিনার। যে কারণে টস জিতলেই আগে ফিল্ডিং করে নিতে চাইছে কেকেআর। যাতে পরের দিকে শিশিরের সঙ্গে লড়াই করার ঝক্কি না পোহাতে হয়। হাসি অবশ্য বলছেন, 'মাঠকর্মীরা ভাল কাজ করছেন। শিশির প্রতিরোধী স্প্রে ছড়ানো হচ্ছে। আর শিশিরের সমস্যা দুই দলকেই সামলাতে হচ্ছে। তাই ওসব নিয়ে ভাবছি না।'


দলের এই অবিশ্বাস্য প্রত্যাবর্তনের পিছনে কোচ ব্রেন্ডন ম্যাকালামকে কৃতিত্ব দিচ্ছেন হাসি। বলছেন, 'ম্যাকালাম বিনয়ী। কৃতিত্ব নেবে না। তবে ওই সকলের মধ্যে বিশ্বাস তৈরি করে দিয়েছিল।'


রুদ্ধশ্বাস ম্য়াচ। প্রায় গোটা ম্যাচে দাপট দেখিয়েও আচমকা কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং ধস। সব সামলে রাহুল ত্রিপাঠির বিশাল ছক্কায় অবশেষে স্বস্তি। দিল্লি ক্যাপিটালসকে ৩ উইকেটে হারিয়ে আইপিএলের ফাইনালে পৌঁছে গেল শাহরুখ খান-জুহি চাওলার দল কেকেআর। দশমীর দিন দুর্গা বিসর্জনের বিষণ্ণতা কাটিয়ে কি বাংলার জন্য ট্রফি আনতে পারবেন নাইটরা?