দুবাইঃ ৯ বছর আগের সেই রোমাঞ্চকর রাত কি ফের ফিরবে? প্রশ্নের উত্তর আর কিছুক্ষণ পরেই পাওয়া যাবে। ফের আইপিএলের ফাইনালে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস। আজ দুবাইয়ে এই মরসুমের আইপিএল খেতাব জয়ের লড়াইয়ে আমনে সামনে হবেন অইন মর্গ্যান ও মহেন্দ্র সিংহ ধোনি। 


টুর্নামেন্টে লিগ টেবিলে দ্বিতীয় স্থান অধিকার করে প্লে অফে পৌঁছেছিল চেন্নাই। অন্যদিকে লিগে চতুর্থ স্থান অধিকার করে প্লে অফে এসেছিল কলকাতা নাইট রাইডার্স। প্রথম কোয়ালিফায়ারে দিল্লিকে হারিয়ে সরাসরি ফাইনালে চলে যান ধোনিরা। অন্যদিকে প্রথমে আরসিবি ও পরে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে ফাইনালে পৌঁছে যায় মর্গ্যান বাহিনী। 


লিগ পর্যায়ে ২ বারের সাক্ষাতে ২ বারই এবার কলকাতার বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছে চেন্নাই। দিল্লিকে দুর্দান্ত লড়াইয়ের পর হারিয়ে দিয়েছে তাঁরা। বিশেষ করে অধিনায়ক ধোনির ফর্মে ফেরা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট সিএসকের। দিল্লি ম্যাচে ৬ বলে ১৮ রানের ছোট ঝোড়ো ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন ক্যাপ্টেন কুল। বোলিং ডিপার্টমেন্টে শার্দুল ঠাকুর, জশ হ্যাজেলউডদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে বেশ সমস্যায় পড়তে হয়েছে প্রতিপক্ষের ব্যাটারদের। রবীন্দ্র জাদেজার অলরাউন্ড পারফরম্যান্সও চেন্নাই শিবিরের অন্যতম শক্তি।


অন্যদিকে কলকাতা নাইট রাইডার্স এবারের টুর্নামেন্টের দ্বিতীয় লেগে সবচেয়ে ধারাবাহিক দল। ওপেনিং কম্বিনেশনে বদল আনার পর থেকে পুরো দলটার খোলনলচেটাই যেন বদলে গেছে। ভেঙ্কতটেশ আইয়ার এই লেগে কলকাতার সবচেয়ে বড় প্রাপ্তি। এছাড়া স্পিন জুটি সুনীল নারাইন ও বরুণ চক্রবর্তী মিলে যেভাবে ত্রাস সৃষ্টি করছেন, তাতে জয়ের রাস্তা সেখানেই তৈরি হয়ে যাচ্ছে। 


২০১২ সালে শেষবার ফাইনালে এই ২ দল মুখোমুখি হয়েছিল। সেবার মনবিন্দর বিসলার ব্যাটিং বিক্রমে ৫ উইকেটে ধোনির দলকে হারিয়ে প্রথমবার আইপিএল জিতেছিলে কেকেআর। ৯ বছর পর সেই রঙিন রাত কি ফিরবে? সেই অপেক্ষাই শুরু।  


 


* আইপিএলের ফাইনালে আজ মুখোমুখি কেকেআর ও সিএসকে, ম্যাচের সরাসরি সম্প্রচার স্টার স্পোর্টস নেটওয়ার্ক ও হটস্টারে, সন্ধ্যা ৭.৩০ থেকে শুরু ম্যাচ। তার আগে সন্ধ্যা ৭ টায় টস হবে।