কলকাতা: বিরাট কোহলিদের ৪ উইকেটে হারিয়ে কোয়ালিফায়ার টু-র টিকিট কনফার্ম করে ফেলতেই কলকাতা নাইট রাইডার্স শিবিরে ঘুরপাক খাচ্ছে দুটি প্রশ্ন।
এক, দল যেভাবে খেলছে, তাতে আন্দ্রে রাসেল সুস্থ হয়ে গেলেও কি বুধবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে উইনিং কম্বিনেশন ভাঙার রাস্তায় হাঁটবে কেকেআর?
আর দুই, দিল্লি ম্যাচে কি শাকিব আল হাসানকে পাওয়া যাবে?
সোমবার ম্যাচের শেষে কেকেআর অধিনায়ক অইন মর্গ্যানের কাছে জানতে চেয়েছিল এবিপি লাইভ। মর্গ্যান বললেন, 'রাসেলকে প্রত্যেক দিন পর্যবেক্ষণ করা হচ্ছে। আমাদের হাতে এখনও ৪৮ ঘণ্টা সময় রয়েছে। ও শক্তিশালী। আগেরবারও হ্যামস্ট্রিংয়ে বড় চোট প্রত্যাশিত সময়ের আগেই সারিয়ে দলে ফিরেছিল। ও খুব পরিশ্রম করছে। দুদিনে ও কীরকম উন্নতি করে তা দেখা হবে। শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব আমরা।'
রাসেলকে নিয়ে সংশয় রয়েছে ইঙ্গিত দিলেও নাইট অধিনায়ক সাফ জানিয়ে দিলেন যে, শাকিবকে দিল্লির বিরুদ্ধে ম্যাচে পাওয়া যাবে। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ জাতীয় শিবিরে যোগ দেওয়ার কথা শাকিবের। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারকে অবশ্য এত গুরুত্বপূর্ণ পর্বে পাওয়ার ব্যাপারে আশাবাদী কেকেআর শিবির। মর্গ্যান তো সাফ বলছেন, 'পরের ম্যাচে শাকিবকে পাওয়া যাবে।' যা নাইট ভক্তদের অনেকটাই আশ্বস্ত করবে।
আইপিএলে বিরাট-বিদায়। রুদ্ধশ্বাস ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৪ উইকেটে হারিয়ে আইপিএল ফাইনালের দৌড়ে টিকে রইল কলকাতা নাইট রাইডার্স। বুধবার কোয়ালিফায়ার টু-তে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে লড়াই করবে কেকেআর।
আরও পড়ুন: আইপিএলে বিরাট-বিদায়, ব্যাটে-বলে নায়ক নারাইন, ট্রফির দৌড়ে কেকেআর
সোমবার টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বিরাট কোহলি। আরসিবি ১৩৮/৭ স্কোরে আটকে যায়। জবাবে ব্যাট করতে নেমে ২ বল বাকি থাকতে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় কেকেআর। ব্যাট হাতে ভাল শুরু করেন শুভমন গিল ও বেঙ্কটেশ আইয়ার। গিল ১৮ বলে ২৯ রান করেন। আইয়ার ৩০ বলে করেন ২৬। তবে এরপর বল হাতে প্রত্যাঘাত করে আরসিবি। যুজবেন্দ্র চাহাল, মহম্মদ সিরাজ, হর্ষল পটেলরা চাপ তৈরি করেন। তবে ১৫ বলে ২৬ রান করে সেই চাপ কাটিয়ে দেন নারাইন। ম্যাচ জিতে নেয় কেকেআর।