দুবাই: দলের মালিকের ছেলে মাদক কাণ্ডে গ্রেফতার হওয়ার দিনই আইপিএলে স্বস্তি কলকাতা নাইট রাইডার্স শিবিরে। সানরাইজার্স হায়দরাবাদকে ৬ উইকেটে হারিয়ে প্লে অফের দৌড়ে অনেকটাই এগিয়ে গেল কেকেআর।


আর সেই জয়ে সামনে থেকে নেতৃত্ব দিলেন শুভমন গিল। ইনিংস ওপেন করতে নেমে ঝকঝকে হাফসেঞ্চুরি করলেন তিনি। শেষ পর্যন্ত কঠিন পিচে ৫১ বলে ৫৭ রান করে আউট হন গিল। ম্যাচ ততক্ষণে কেকেআরের নাগালে। শুভমন ছাড়াও চাপের মুখে ৩৩ বলে গুরুত্বপূর্ণ ২৫ রান করেন নীতিশ রানা। ১২ বলে ১৮ রান করে অপরাজিত ছিলেন দীনেশ কার্তিক। ২ বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় কেকেআর।


১৩ ম্য়াচের শেষে নাইটদের পয়েন্ট দাঁড়াল ১২। শেষ ম্যাচে রাজস্থান রয়্যালসকে হারাতে পারলে সরাসরি প্লে অফে পৌঁছে যাবে কেকেআর।


রবিবার মরুদেশে কলকাতা নাইট রাইডার্স বোলারদের দাপটের রাত। কেকেআরের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ১১৫/৮ স্কোরে আটকে যায় সানরাইজার্স হায়দরাবাদ। নাইটদের সামনে জয়ের লক্ষ্য ছিল ১১৬ রানের।


রবিবার দুরন্ত বোলিং কেকেআরের। টিম সাউদি, বরুণ চক্রবর্তী ও শিবম মাভি দুটি করে উইকেট নিয়েছেন। আইপিএলের এই পর্বে প্রথম ম্যাচ খেলতে নেমে এক উইকেট বাংলাদেশের তারকা অলরাউন্ডার শাকিব আল হাসানের। কোনও উইকেট না পেলেও কৃপণ বোলিং করেন সুনীল নারাইন। ৪ ওভারে খরচ করেন মাত্র ১২ রান।


প্রতিপক্ষ শুধু যে পয়েন্ট টেবিলের তলানিতে ছিল তাই নয়, প্লে অফের দৌড় থেকে ছিটকে যাওয়া একমাত্র দল হায়দরাবাদই। রবিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্স খেলতে নেমেছিল এমন একটা দিনে, যেদিন দলের মালিক শাহরুখ খানের পুত্র আরিয়ান মাদক কাণ্ডে গ্রেফতার হয়েছেন। যা সব মিলিয়ে একটা গুমোট পরিবেশ তৈরি করেছিল নাইট শিবিরের অন্দরমহলেও। তবে হায়দরাবাদকে হারিয়ে প্লে অফের দৌড়ে এক কদম এগিয়ে যাওয়ায় দিনের শেষে স্বস্তি ফিরল নাইট শিবিরে।