দুবাই: মরুদেশে কলকাতা নাইট রাইডার্স বোলারদের দাপটের রাত। কেকেআরের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ১১৫/৮ স্কোরে আটকে গেল সানরাইজার্স হায়দরাবাদ। নাইটদের সামনে জয়ের লক্ষ্য ১১৬ রানের।


রবিবার দুরন্ত বোলিং কেকেআরের। টিম সাউদি, বরুণ চক্রবর্তী ও শিবম মাভি দুটি করে উইকেট নিয়েছেন। আইপিএলের এই পর্বে প্রথম ম্যাচ খেলতে নেমে এক উইকেট বাংলাদেশের তারকা অলরাউন্ডার শাকিব আল হাসানের। কোনও উইকেট না পেলেও কৃপণ বোলিং করেন সুনীল নারাইন। ৪ ওভারে খরচ করেন মাত্র ১২ রান।


প্রতিপক্ষ শুধু যে পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে তাই নয়, প্লে অফের দৌড় থেকে ছিটকে যাওয়া একমাত্র দল। রবিবার সেই সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলছে কলকাতা নাইট রাইডার্স। তাও এমন একটা দিনে, যেদিন দলের মালিক শাহরুখ খানের পুত্র আরিয়ান মাদক কাণ্ডে গ্রেফতার হয়েছেন। যা সব মিলিয়ে একটা গুমোট পরিবেশ তৈরি করেছে নাইট শিবিরের অন্দরমহলেও।


প্লে অফের দৌড়ে ভালমতোই রয়েছে কেকেআর। মুম্বই ইন্ডিয়ান্স আগের ম্য়াচে হেরে যাওয়ায় সুবিধা হয়েছে শাহরুখ খানের দলের। রবিবার দিনের প্রথম ম্যাচে হেরে গিয়ে কেকেআরের সুবিধা করে দিয়েছে পঞ্জাব কিংসও। ১২ ম্যাচের শেষে ১০ পয়েন্ট করে পেয়েছে কেকেআর, পঞ্জাব কিংস, রাজস্থান রয়্যালস ও মুম্বই ইন্ডিয়ান্স। তবে নেট রান রেট সবচেয়ে ভাল হওয়ায় চার নম্বরে রয়েছে কেকেআর। হিসেব বলছে, কেকেআর যদি নিজেদের বাকি দুই ম্যাচ জেতে, তাহলে সরাসরি প্লে অফের যোগ্যতা অর্জন করবে। কিন্তু যদি এক ম্যাচে হেরে যায়, তখন নির্ভর করতে হবে অন্যান্য দলের ফলের ওপর।


এবং সেক্ষেত্রে রাজস্থান ও মুম্বই - দুই দলকে বাকি থাকা দুটি করে ম্যাচের মধ্যে অন্তত একটি করে ম্যাচ হারতেই হবে।


রবিবার কলকাতার বড় কাঁটা হতে পারতেন বাংলারই এক ক্রিকেটার। যিনি নিজে একসময় কেকেআরে খেলেছেন। ঋদ্ধিমান সাহা। হায়দরাবাদের হয়ে চলতি আইপিএলে নিয়মিতভাবে ইনিংস ওপেন করছেন বঙ্গ তারকা। রানও পাচ্ছিলেন। তবে রবিবার কোনও রান না করেই ফিরলেন ঋদ্ধি।